দেশের অন্যতম বৃহৎ মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি গ্রাহকদের ‘এক টিকিটে দুই মুভি’ দেখার সুযোগ দিচ্ছে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা দুটি রবি গ্রাহকেরা দেখতে পারবেন মাত্র ১৮ টাকায়। প্রথমবারের মতো গ্রাহকদের জন্য এমন সেবা নিয়ে এল মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠানটি।  

মুভি প্যাক কেনার লিংক

মাই রবি অ্যাপ, রিচার্জ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (বিকাশ, নগদ), ইউএসএসডির মতো একাধিক রবি প্ল্যাটফর্মের মাধ্যমে ১৮ টাকার মুভি প্যাক কিনলেই পাওয়া যাবে ৩০ দিনের সাবস্ক্রিপশন। অর্থাৎ মুভি প্যাক কেনার দিন থেকে পরের ৩০ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে দেখা যাবে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। ৭ আগস্ট থেকে চালু হয়েছে অফারটি, চলবে দুই মাস। খবর বিজ্ঞপ্তি

৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (৭ আগস্ট) ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে। চরকি সাবস্ক্রাইবাররা নিয়মিত প্রক্রিয়ায় সিনেমা দুটি দেখতে পাবেন। যাঁরা সাবস্ক্রাইবার নন, তাঁরাও রবির মুভি প্যাক কিনে দেখতে পাবেন ‘উৎসব’ ও ‘তাণ্ডব’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট বুধবার সন্ধ্যায় রবি ও চরকির মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়। চরকি কার্যালয়ে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে রবির পক্ষে উপস্থিত ছিলেন বিপণন প্রধান মুহাম্মদ শওকত কাদের চৌধুরী, সহযোগী পরিচালক মো.

সানজিদ হোসাইন, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক তারেক মোহাম্মদ এনামুল হক। চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অপারেশন অ্যান্ড কমার্শিয়াল মাসুদুল আমিন রিন্তু, বিপণন ও প্রবৃদ্ধি প্রধান ফয়সাল রহমান, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস প্রমুখ।

হেড অব রবি মার্কেটিং মুহাম্মদ শওকত কাদের চৌধুরী বলেন, ‘রবি তার গ্রাহকদের সব সময় প্রিমিয়াম সেবা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে গ্রাহকদের প্রিমিয়াম বিনোদনের সঙ্গে যুক্ত করতে চাই। ডিজিটাল মাধ্যমে সারা দেশের রবি গ্রাহকেরা যেন সাশ্রয়ী মূল্যে সিনেমা দুটি উপভোগ করতে পারেন, সেই উদ্যোগ নিয়েছি আমরা।’
চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘“উৎসব” ও “তাণ্ডব” দেখে ভালো লাগার কথা জানিয়েছেন দর্শকেরা। সিনেমা দুটি নগরের প্রেক্ষাগৃহে অনেক দর্শক দেখলেও জেলা শহর, মফস্‌সলের দর্শকেরা দেখতে পারেননি। রবির মাধ্যমে এই সিনেমা দুটি পৌঁছে যাবে বাংলা কনটেন্টের দর্শকদের হাতের মুঠোয়। আশা করছি, উৎসব আর তাণ্ডবে বুঁদ হয়ে থাকবেন দর্শকেরা।’  

স্ট্রিম করুন

ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ পাওয়ার্ড বাই এডিসন রিয়েল এস্টেট সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। অন্যদিকে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ‘তাণ্ডব’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নির্মাণ সহযোগিতা করেছে দীপ্ত।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র হকদ র আগস ট

এছাড়াও পড়ুন:

বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৬ আগস্ট) বিএসইসির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিএসইসির বিনিয়োগ শিক্ষা লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত 

সহযোগী কোম্পানির মালিকানা বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

উদ্বোধনী বক্তব্য শেষে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালক ও কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব’ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ ও প্রজন্মবান্ধব পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএসইসি।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়
  • বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ
  • প্রত্যাশা কি মেটাতে পারছেন রাজনীতিবিদেরা
  • আড়াইহাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা