দিনাজপুরের হাকিমপুরে ঘন ঘন লোডশেডিং, ভূতুড়ে বিল, ডিমান্ড চার্জ ও লোড চার্জসহ বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। ঘরে ফ্যান চলে না, ব্যবসা বন্ধ, ছাত্ররা পড়াশোনা করতে পারছে না। অথচ ব্যবহারের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বিল আসছে। এটি জনগণের সঙ্গে অন্যায় ও প্রতারণা।”

বক্তারা আরো বলেন, “হিলি পল্লীবিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ভূতুড়ে বিলের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।”

সমাবেশে বক্তব্য রাখেন, ফেরদৌস রহমান, সভাপতি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন হিলি স্থলবন্দর, সাখাওয়াত হোসেন শিল্পী সভাপতি আমদানি রপ্তানিকারক গ্রুপ, নাজমুল হক, সাধারণ সম্পাদক আমদানি রপ্তানিকারক গ্রুপ, আলহাজ্ব সামছুল আলমসহ অনেকেই।

বক্তারা অভিযোগ করে বলেন, “সরকার সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সহজলভ্য করেছে, কিন্তু স্থানীয় বিদ্যুৎ অফিসের দুর্নীতির কারণে জনগণ সেই সুফল পাচ্ছে না। প্রশাসনকে অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে হাকিমপুরের বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে হিলি পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।”

প্রতিবাদ সমাবেশ শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে একই দাবিনামা হিলি পল্লীবিদ্যুৎ সাব-জোন অফিসের এজিএম এর কাছেও হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে ঘন ঘন লোডশেডিং বন্ধ, ভূতুড়ে বিলের তদন্ত, সঠিক বিল প্রদান, দুর্নীতি-অনিয়ম বন্ধ ও গ্রাহক সেবার মান উন্নয়নের দাবি জানানো হয়।

ঢাকা/মোসলেম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব দ য ৎ অফ স অফ স র

এছাড়াও পড়ুন:

মৌলভীবাজারে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

‘কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি’— স্লোগান নিয়ে চালু হওয়া এ সেবার মাধ্যমে জেলার সাধারণ নাগরিকেরা এখন নিজ থানায় বসে ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলতে পারবেন।

আরো পড়ুন:

লালন মেলায় ৭৮ মোবাইল ফোন চুরি

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘আপনার এসপি ডেস্ক’। প্রতিটি ডেস্কে এসপি মনোনীত একজন নারী অপারেটর নাগরিকদের সহায়তা করবেন।

এই উদ্যোগের ফলে অভিযোগ জানাতে বা পুলিশি সেবা নিতে আর জেলা সদরে আসার প্রয়োজন হবে না। নিজ থানাতেই নাগরিকরা এসপির সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, দূরবর্তী থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

প্রায় দেড় মাস পরীক্ষামূলকভাবে চালু থাকার পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। 

এ সময় পুলিশ সুপার বলেন, “‘আপনার এসপি’ ডিজিটাল সেবা ডেস্ক। এর মাধ্যমে সাধারণ মানুষের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।”

এছাড়া জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘‘পুলিশি সেবা গ্রহণে আর্থিক লেনদেন বা দালালের সঙ্গে যোগাযোগ করবেন না। প্রয়োজনে সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ডিউটি অফিসারের কক্ষ থেকে ভিডিও কলে কথা বলুন পুলিশ সুপারের সঙ্গে।’’ 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু; জেলার সাত থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা। 

ঢাকা/আজিজ/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আমার তো রাজনীতি নাই, আমার হইল পেটনীতি’
  • জনগণ আর সেই পুরোনো রাজনীতির ফাঁদে পা দেবে না: ফখরুল
  • বিতর্কিত ও প্রশ্নবিদ্ধরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, ইসির প্রতি বিএনপির আহ্বান
  • প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • অদ্ভুত চেয়ার
  • পিআরের দোহাই দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: আমান
  • ভ্রান্ত তথ্য নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
  • প্রতিশ্রুতির চাইতে অনেক কম ত্রাণ গাজায় প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল
  • মৌলভীবাজারে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু