পুরান ঢাকার লালবাগে একটি বাড়ির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় সোলেমান শাহাদত (২০) নামে এক কলেজছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, বাসার ছাদ থেকে শাহাদত নিচে পড়ে গেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে  সোলেমান মারা যান। তাঁর বাবা নাজমি শাহদাত নিরাপত্তাকর্মী। সোলেমান লালবাগের স্থানীয় একটি কলেজে পড়াশোনার পাশাপাশি ধানমন্ডির একটি রেস্তোরাঁয় খণ্ডকালীন চাকরি করতেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গতকাল রাতে সোলেমান রেস্তোরাঁর কাজ শেষে তাঁর বন্ধু সিয়ামের বাসায় যান। তাঁরা দুজন বাড়ির তৃতীয় তলার ছাদে বসে ছিলেন। একপর্যায়ে সোলেমান ছাদের রেলিং থেকে দুই ভবনের মাঝের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে গতকাল রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোলেমানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা নাজমুল আরও বলেন, জিজ্ঞাসাবাদে সিয়াম পুলিশকে বলেছেন, ছাদের রেলিংয়ের উচ্চতা কম ছিল। সোলেমান রেলিংয়ে বসে কথা বলছিলেন। অসাবধানতাবশত হঠাৎ সেখান থেকে সোলেমান নিচে পড়ে গেছেন।

সোলেমানের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত শেষে ও ময়নাতদন্তের  প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে বলছে পুলিশ। সোলেমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তদন ত

এছাড়াও পড়ুন:

কৌতূহলবশত ট্রাভেল ব্যাগটি খুলতেই বেরিয়ে এল খণ্ডিত মরদেহ

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্টেশন রোডের একটি বিরিয়ানির দোকানের সামনের রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গী স্টেশন রোড এলাকায় আজ সকালে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। কৌতূহলবশত কয়েক ব্যক্তি সেটি খুলে দেখেন, সেখানে খণ্ডিত মরদেহ। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ সকাল ৯টার দিকে এটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সম্পর্কিত নিবন্ধ