ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রায় সাড়ে ৭ মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে কয়েক দিন আগে দেশে ফিরেছেন এই অভিনেতা। ফিরেই পুত্র আয়াশকে চমকে দেন অপূর্ব। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই অভিনেতা।

বাবাকে পেয়ে কেঁদে ফেলেন কিশোর আয়াশ। বাবা-ছেলের আবেগঘন মুহূর্ত দেখে নেটিজেনরাও আবেগপ্রবণ হয়ে পড়েন। নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করেও মন্তব্য করেন; যা চোখে পড়েছে অপূর্বর প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসানের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই নাট্যকার। 

শুক্রবার (৮ আগস্ট) নাজিয়া হাসান তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি বলেন, “আপনারা অনেকেই হয়তো ভিডিওটি দেখেছেন, যেখানে আমার ছেলের বাবা আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে আয়াশকে চমকে দেয়। কিন্তু দুঃখজনকভাবে, কিছু মানুষ এই বিষয়টি নিয়ে খুবই নেতিবাচক মন্তব্য ও সংবাদ প্রকাশ করেছেন।” 

আরো পড়ুন:

ছবি ও ভিডিও বিকৃতি নিয়ে সোচ্চার মেহজাবীন

রেজা-অর্পার ‘নোয়াখালী এক্সপ্রেস’

আয়াশকে নিয়ে নেটিজেনরা কী বলেছেন? এ প্রশ্নের উত্তর দিয়ে নাজিয়া হাসান বলেন, “আমার ছেলের বাবা বেশ কিছুদিন আমেরিকায় ছিলেন। স্বাভাবিকভাবেই, তার ফিরে আসার পর তাদের পুনর্মিলন ছিল অত্যন্ত আবেগময়, সুন্দর ও হৃদয়ছোঁয়া একটি মুহূর্ত। কিন্তু কিছু নেতিবাচক ও অপ্রয়োজনীয় মন্তব্য/সংবাদ দেখে আমি সত্যিই কষ্ট পেয়েছি। যেখানে বলা হয়েছে, আমার ছেলে ‘নিঃসঙ্গ’ বা ‘একা’ ছিল।” 

এসব মন্তব্য ভিত্তিহীন। তা ব্যাখ্যা করে নাজিয়া হাসান বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ছেলে আমার সঙ্গেই থাকে, ভালোবাসা, যত্ন এবং একজন শিশুর সকল অধিকার দিয়ে ঘেরা একটি পরিবেশে। সে তার বাবার সঙ্গে সপ্তাহান্তে বা যখন ইচ্ছা দেখা করে এবং আমরা সবসময় তার সুখকেই অগ্রাধিকার দিয়েছি।” 

অনুরোধ জানিয়ে নাজিয়া হাসান বলেন, “অনুগ্রহ করে, আমাদের প্রতি আরো সদয় হোন। কখনো কখনো আপনার অজান্তেই বলা কোনো কথা অনেক গভীর আঘাত দিতে পারে। ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।” 

২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জিয়াউল ফারুক অপূর্ব। ২০১৫ সালে এ সংসার আলো করে জন্ম নেয় পুত্র জায়ান ফারুক আয়াশ। ২০১৯ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় অপূর্ব-নাজিয়ার। ২০২০ সালে দীর্ঘ ৯ বছরের দাম্পত‌্য জীবনের ইতি টানেন ঘোষণা দেন তারা। 

অপূর্বর সঙ্গে বিবাহবিচ্ছেদের এক বছর পর মাহবুব পারভেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাজিয়া। ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অপূর্ব। শাম্মার জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি স্বনামধন‌্য গাড়ির কোম্পানিতে কর্মরত আছেন তিনি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র আম র ছ ল

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জের পুকুরে ভাই-বোনের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামে তারা মারা যায়।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে সজল জয়ধর (২০) এবং শংকর জয়ধরের মেয়ে অনুছোয়া জয়ধর (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

আরো পড়ুন:

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

‘জীবন গাড়ির নাইরে ব্যাকগিয়ার’ 

ওসি আবুল কালাম আজাদ বলেন, “শুক্রবার দুপুরে চাচাতো বোন অনুছোয়া জয়ধরকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন সজল জয়ধর। এক পর্যায়ে অনুছোয়া ডুবে গেলে তাকে উদ্ধার করতে যান সজল। এসময় তিনিও পানিতে ডুবে যান। পরে পরিবারের লোকজন পুকুরে তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক  সজল ও অনুছোয়াকে মৃত ঘোষণা করেন।”

ওসি আরো বলেন, “আমরা হাসপাতালে গিয়ে মরদেহ দুইটি হেফাজতে নেই। মরদেহের ময়নাতদন্ত হবে কি না সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ