এখন থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিম কার্ডেই ভাতার টাকা দেওয়া হবে। সমাজসেবা অধিদপ্তর জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে। আগে পরিবারের অন্য সদস্যরা ভাতার টাকা তুলে নিতেন, তাই এই পরিবর্তন। ১ কোটি ২৮ লাখ ভাতাভোগী এই সুবিধার আওতায় আসবেন। শুধু নগদ বা বিকাশ নয়, আর্থিক সেবা দেয় এমন যেকোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতার টাকা নেওয়া যাবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নবমের বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণির (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অনলাইনে রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে খ্রিষ্টাব্দের নবম শ্রেণির অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন থেকে কোনো কারণে বাদ পড়েছে তাদের, অনলাইনে (ইএসআইএফ) পূরণ রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করে বিলম্ব ফিসহ জমা দিতে হবে ১৩ অক্টোবরের মধ্যে। তথ্য (ইএসআইএফ) এন্ট্রির সর্বশেষ সময় ১৫ অক্টোবর।

আরও পড়ুনজাপানে মাস্টার্স ও পিএইচডির সুযোগ, ১-৪ বছর পর্যন্ত আর্থিক সুবিধা১৭ সেপ্টেম্বর ২০২৫

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না।

এর আগে ২৯ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ও ৩১ আগস্ট পর্যন্ত ইএসআইএফ পূরণ করে তথ্য এন্ট্রি করার সময় ছিল।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ