কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৬: শীর্ষে যুক্তরাষ্ট্রের বিজনেস স্কুলগুলো
Published: 21st, September 2025 GMT
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর নানা বিষয়ে র্যাঙ্কিং প্রকাশ করে। আগামী বছরের জন্য কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৬ প্রকাশ করেছে সম্প্রতি। এই তালিকায় যুক্তরাষ্ট্রের বিজনেস স্কুলগুলো আবারও আধিপত্য দেখিয়েছে। শীর্ষ তিনে রয়েছে তিনটি এমবিএ শিক্ষার প্রতিষ্ঠান। এগুলো হলো হোয়ার্টন স্কুল (পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়), হার্ভার্ড বিজনেস স্কুল এবং এমআইটি স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট। এ র্যাঙ্কিং মূলত এমবিএ প্রোগ্রামের চাকরির সুযোগ, বিনিয়োগের বিপরীতে মুনাফা, অ্যালামনাই নেটওয়ার্ক, শিক্ষকতার মান এবং বৈচিত্র্যসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হয়।
আরও পড়ুনঅক্সফোর্ড–কেমব্রিজ নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে, ৩২ বছরে প্রথম ঘটনা২১ ঘণ্টা আগেশীর্ষ ১০ মার্কিন বিজনেস স্কুল—১.
২. হার্ভার্ড বিজনেস স্কুল
৩. এমআইটি স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট
৪. স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস
৫. শিকাগো বুথ স্কুল অব বিজনেস
৬. কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়
৭. কলাম্বিয়া বিজনেস স্কুল
৮. হাস স্কুল অব বিজনেস, ইউসি বার্কলে
৯. ইয়েল স্কুল অব ম্যানেজমেন্ট
১০. নিউইয়র্ক ইউনিভার্সিটি স্টার্ন স্কুল অব বিজনেস
ফাইল ছবিউৎস: Prothomalo
কীওয়ার্ড: ব জন স স ক ল ব শ বব দ য এমব এ
এছাড়াও পড়ুন:
এসে গেল আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি, দাম কত
২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কিংবা সেই আশায় আছে—এমন ২২টি জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। এর মধ্যে আছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও। ২০২৬ বিশ্বকাপে নতুন জার্সি পরেই খেলবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইতিহাস, উদ্ভাবন ও অতীত অর্জনের প্রতি শ্রদ্ধার ছাপ রয়েছে লিওনেল মেসিদের এই নতুন জার্সির ডিজাইনে। গতকাল জার্সিগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে অ্যাডিডাস।
আরও পড়ুনঅ্যাঙ্গোলায় খেলতে যাওয়ার আগে টিকা নিতে হবে মেসিদের১১ ঘণ্টা আগেতিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন এই জার্সিতে তিন তারকার উপস্থিতি প্রত্যাশিতই ছিল। ঐতিহ্যবাহী লম্বা ডোরাগুলোতে তিনটি রঙের আকাশি নীলের ছোঁয়া, যা অনুপ্রাণিত ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়ের জার্সি থেকে। পাশাপাশি জার্সিতে ঘাড়ের পেছনে খোদাই করে ‘১৮৯৩’ সাল লেখা—এই বছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠিত হয়। বুকের মাঝে সোনালি প্যাঁচ, যা ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।