সুপার ফোর শুরু হতেই জমে উঠেছে এশিয়া কাপ। শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কার ১৬৮ রান তাড়া করেছে ১ বল বাকি থাকতে।

আজ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ। এ ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসাও ঝরেছে তাঁর মুখে।

গতকাল বাংলাদেশ ম্যাচ জিতেছে দল হিসেবে খেলে। বল হাতে মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন। মোস্তাফিজ নিয়েছেন ৩ উইকেট, মেহেদী ২টি। ব্যাট হাতে ফিফটি করেছেন সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। এ ছাড়া লিটন দাস, শামীম হোসেন, জাকের আলীদের ছোট ছোট ইনিংসও ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় গুরুত্বপূর্ণ ছিল। সব মিলিয়ে দারুণ এক জয় পাওয়া বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন কামরান আকমল।

পাকিস্তান দল কি তাদের সর্বশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি ভেবেছে যে বাংলাদেশ আজ (গতকাল) কীভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে?কামরান আকমল

ইউটিউব চ্যানেলে কামরান আকমল বলেছেন, ‘এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ কাজ নয়। এটি বাংলাদেশ দলের জন্য একটি চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে।  বাংলাদেশ দারুণ খেলেছে, দারুণ পরিকল্পনা ছিল।’

ওপেনিংয়ে নেমে সাইফের ৪৫ বলে ৬১ আর চারে নেমে হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ইনিংস দুটির কথা উল্লেখ করে কামরান বলেন, ‘সাইফ অসাধারণ ব্যাটিং করেছে, আগ্রাসী, ইতিবাচক ক্রিকেট খেলেছে। তাওহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে। বাংলাদেশ যেভাবে তাড়া করেছে, মনে হয়েছে কোনো চাপ নেই। ব্যাটিং দেখে মজা পেয়েছি।’

কাল ফিফটি করেছেন হৃদয়।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশকে দেখে পাকিস্তানকে শিখতে বললেন কামরান আকমল

সুপার ফোর শুরু হতেই জমে উঠেছে এশিয়া কাপ। শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কার ১৬৮ রান তাড়া করেছে ১ বল বাকি থাকতে।

আজ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ। এ ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসাও ঝরেছে তাঁর মুখে।

গতকাল বাংলাদেশ ম্যাচ জিতেছে দল হিসেবে খেলে। বল হাতে মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন। মোস্তাফিজ নিয়েছেন ৩ উইকেট, মেহেদী ২টি। ব্যাট হাতে ফিফটি করেছেন সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। এ ছাড়া লিটন দাস, শামীম হোসেন, জাকের আলীদের ছোট ছোট ইনিংসও ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় গুরুত্বপূর্ণ ছিল। সব মিলিয়ে দারুণ এক জয় পাওয়া বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন কামরান আকমল।

পাকিস্তান দল কি তাদের সর্বশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি ভেবেছে যে বাংলাদেশ আজ (গতকাল) কীভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে?কামরান আকমল

ইউটিউব চ্যানেলে কামরান আকমল বলেছেন, ‘এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ কাজ নয়। এটি বাংলাদেশ দলের জন্য একটি চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে।  বাংলাদেশ দারুণ খেলেছে, দারুণ পরিকল্পনা ছিল।’

ওপেনিংয়ে নেমে সাইফের ৪৫ বলে ৬১ আর চারে নেমে হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ইনিংস দুটির কথা উল্লেখ করে কামরান বলেন, ‘সাইফ অসাধারণ ব্যাটিং করেছে, আগ্রাসী, ইতিবাচক ক্রিকেট খেলেছে। তাওহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে। বাংলাদেশ যেভাবে তাড়া করেছে, মনে হয়েছে কোনো চাপ নেই। ব্যাটিং দেখে মজা পেয়েছি।’

কাল ফিফটি করেছেন হৃদয়।

সম্পর্কিত নিবন্ধ