‘‘হি ইস সিরিয়াসলি সিরিয়াস ট্যালেন্টেড ক্রিকেটার।’’
শ্রীলঙ্কান স্পিনার ওয়েল্লালাদেকে ইনসাইড শটে ছক্কা উড়ানোর পর বাংলাদেশি ব্যাটসম্যান সাইফ হাসানকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছিলেন ধারাভাসকার সাঞ্জায় মাঞ্জারেকার। সাইফের ওই শট হরহামেশা দেখা যায়। কিন্তু থুসারার লেগ স্ট্যাম্পে পায়ের উপরের বলে স্রেফ ফ্লিক করে যেই ছক্কা উড়িয়েছেন তা চোখ ধাঁধিয়ে দিয়েছিল। হাই ব্যাকলিফটে আলতো সুইং, পেছনের পায়ে পুরো ভারসাম্য। টাইমিং একশোতে একশ। সবমিলিয়ে পিকচার পারফেক্ট। তাইতো আকাশ চোপড়া বলতে বাধ্য হন, ‘‘এটাকেই বলে ট্যালেন্ট।’’

গত রাতে দুবাইয়ে সাইফ হাসানের ওই শট এখনও মুগ্ধ করে রেখেছে ক্রিকেট প্রেমিদের। সামনে ওই শটের চর্চাও হবে বেশ। টি-টুয়েনটি যুগে ভিন্ন কিছু করার চেষ্টা করেন ব্যাটসম্যানরা। তবে সাইফের শট যেকোনো বিশেষণ, জ্যামিতির পরিমাপকে হার মানাবে। শিল্পির আরাধ্য ক্যানভাসে রংধনুর আঁচড়।

৪৫ বলে ৬১ রানের ইনিংসে ডানহাতি ব্যাটসম্যান নিজের শেষ ৩ বছরের সবটুকু পরিশ্রম, অযুত-নিযুত ঘামবিন্দু ঝরানোর ফল পেয়েছেন। নিজেকে পাল্টে তৈরি করেছেন। নিজেকে ভেঙে গড়েছেন নতুন করে।
অফস্টাম্পের বাইরের বল লাগাতার ছেড়ে দেওয়া, বলের ওপর শেষ পর্যন্ত নজর রাখা, ধৈর্য ও চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ব‌্যাটিং করার মানসিকতায় সাইফ হয়ে উঠেন অনন‌্য। যাকে মনে করা হচ্ছিল বড় দৈর্ঘ্যের ক্রিকেটে লম্বা রেসের ঘোড়া।
ঘরোয়া ক্রিকেটে সেই প্রতিফলন দেখা যায়। জাতীয় দলে অভিষেকের আগেই প্রথম শ্রেণির ক্রিকেট তিন ডাবল সেঞ্চুরি তার নামের পাশে। ধরেই নেওয়া হচ্ছিল, সাদা পোশাকের ক্রিকেটে পরবর্তী ব‌্যাটন থাকবে তার কাছেই। কিন্তু বিশ্বাস ও ভাবনার সঙ্গে মাঠের ক্রিকেটে আকাশ পাতাল পার্থক‌্য।
টেস্ট ক্রিকেটে তার অভিষেক হলেও রাঙাতে পারেননি। নিজেকে পাল্টে আক্রমণাত্মক ব‌্যাটসম‌্যান হিসেবেও হাজির করেন। তাতেও খুব একটা লাভ হয়নি। টি-টোয়েন্টি অভিষেক হলেও বাদ পড়তেও সময় নেননি।
হাল ছাড়েন না সাইফ। আক্রমণাত্মক ব‌্যাটিংয়ে খুঁজে পান দিশা। চলে তার একক লড়াই। যেখানে পাশে পেয়েছিলেন অনেককেই। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে একাধিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরেন। কখনো সফল হয়েছেন। কখনো ব‌্যর্থ। তবে পরিশ্রম থামাননি। খোলস থেকে বেরিয়ে রঙিন ভুবনে পায়চারি করতে করতেই অনন্য হয়ে উঠেছেন।
সবশেষ বিপিএলে ১৩ ম‌্যাচে ৩০৬ রান করেছেন ১১৯.

৬ স্ট্রাইক রেটে। এরপর জিএসএলে ৪ ম‌্যাচে ১২৭.৩ স্ট্রাইক রেটে ৮৪ রান এবং সবশেষ টপ এন্ড টি-টোয়েন্টিতে ৬ ম‌্যাচে ১২১.১ স্ট্রাইক রেটে ১৩২ রান করেন সাইফ।

পরিসংখ‌্যান তার পারফরম‌্যান্স নিয়ে বড় উচ্ছ্বাস দেখাবে না নিশ্চিতভাবেই। বড় কিছু বা উল্লেখযোগ‌্য কিছু আছে তেমনও নয়। তবে নিজেকে পাল্টে অন‌্যদের সঙ্গে লড়াইয়ে রাখা, পরিস্থিতি বিবেচনায় পারফরম‌্যান্সে পরিবর্তন আনা এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ একজন খেলোয়াড় সব সময়ই লক্ষ‌্যে পৌঁছে যায়। সাইফের ক্ষেত্রে তেমনটিই হয়েছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে দলে ফিরে ভালো করার সামর্থ্য দেখিয়েছিলেন। কাল শ্রীলঙ্কার বিপক্ষে হাসলো তার ব্যাট। ভালো করতে পারেন আর ভালো করে দেখানোর মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্বাসের রেণু ছড়িয়ে, বুকভরা আত্মবিশ্বাস নিয়ে ২২ গজে ধুমকেতু হয়ে এসেছেন সাইফ। ধ্রুবতারা হয়ে উঠতে পারলেই আলোঝলমলে সময় কাটাবে দেশের ক্রিকেট।

ঢাকা/ ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাইফ হাসান: খোলস থেকে বেরিয়ে রঙিন ভুবনে পায়চারি

 ‘‘হি ইস সিরিয়াসলি সিরিয়াস ট্যালেন্টেড ক্রিকেটার।’’
শ্রীলঙ্কান স্পিনার ওয়েল্লালাদেকে ইনসাইড শটে ছক্কা উড়ানোর পর বাংলাদেশি ব্যাটসম্যান সাইফ হাসানকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছিলেন ধারাভাসকার সাঞ্জায় মাঞ্জারেকার। সাইফের ওই শট হরহামেশা দেখা যায়। কিন্তু থুসারার লেগ স্ট্যাম্পে পায়ের উপরের বলে স্রেফ ফ্লিক করে যেই ছক্কা উড়িয়েছেন তা চোখ ধাঁধিয়ে দিয়েছিল। হাই ব্যাকলিফটে আলতো সুইং, পেছনের পায়ে পুরো ভারসাম্য। টাইমিং একশোতে একশ। সবমিলিয়ে পিকচার পারফেক্ট। তাইতো আকাশ চোপড়া বলতে বাধ্য হন, ‘‘এটাকেই বলে ট্যালেন্ট।’’

গত রাতে দুবাইয়ে সাইফ হাসানের ওই শট এখনও মুগ্ধ করে রেখেছে ক্রিকেট প্রেমিদের। সামনে ওই শটের চর্চাও হবে বেশ। টি-টুয়েনটি যুগে ভিন্ন কিছু করার চেষ্টা করেন ব্যাটসম্যানরা। তবে সাইফের শট যেকোনো বিশেষণ, জ্যামিতির পরিমাপকে হার মানাবে। শিল্পির আরাধ্য ক্যানভাসে রংধনুর আঁচড়।

৪৫ বলে ৬১ রানের ইনিংসে ডানহাতি ব্যাটসম্যান নিজের শেষ ৩ বছরের সবটুকু পরিশ্রম, অযুত-নিযুত ঘামবিন্দু ঝরানোর ফল পেয়েছেন। নিজেকে পাল্টে তৈরি করেছেন। নিজেকে ভেঙে গড়েছেন নতুন করে।
অফস্টাম্পের বাইরের বল লাগাতার ছেড়ে দেওয়া, বলের ওপর শেষ পর্যন্ত নজর রাখা, ধৈর্য ও চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ব‌্যাটিং করার মানসিকতায় সাইফ হয়ে উঠেন অনন‌্য। যাকে মনে করা হচ্ছিল বড় দৈর্ঘ্যের ক্রিকেটে লম্বা রেসের ঘোড়া।
ঘরোয়া ক্রিকেটে সেই প্রতিফলন দেখা যায়। জাতীয় দলে অভিষেকের আগেই প্রথম শ্রেণির ক্রিকেট তিন ডাবল সেঞ্চুরি তার নামের পাশে। ধরেই নেওয়া হচ্ছিল, সাদা পোশাকের ক্রিকেটে পরবর্তী ব‌্যাটন থাকবে তার কাছেই। কিন্তু বিশ্বাস ও ভাবনার সঙ্গে মাঠের ক্রিকেটে আকাশ পাতাল পার্থক‌্য।
টেস্ট ক্রিকেটে তার অভিষেক হলেও রাঙাতে পারেননি। নিজেকে পাল্টে আক্রমণাত্মক ব‌্যাটসম‌্যান হিসেবেও হাজির করেন। তাতেও খুব একটা লাভ হয়নি। টি-টোয়েন্টি অভিষেক হলেও বাদ পড়তেও সময় নেননি।
হাল ছাড়েন না সাইফ। আক্রমণাত্মক ব‌্যাটিংয়ে খুঁজে পান দিশা। চলে তার একক লড়াই। যেখানে পাশে পেয়েছিলেন অনেককেই। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে একাধিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরেন। কখনো সফল হয়েছেন। কখনো ব‌্যর্থ। তবে পরিশ্রম থামাননি। খোলস থেকে বেরিয়ে রঙিন ভুবনে পায়চারি করতে করতেই অনন্য হয়ে উঠেছেন।
সবশেষ বিপিএলে ১৩ ম‌্যাচে ৩০৬ রান করেছেন ১১৯.৬ স্ট্রাইক রেটে। এরপর জিএসএলে ৪ ম‌্যাচে ১২৭.৩ স্ট্রাইক রেটে ৮৪ রান এবং সবশেষ টপ এন্ড টি-টোয়েন্টিতে ৬ ম‌্যাচে ১২১.১ স্ট্রাইক রেটে ১৩২ রান করেন সাইফ।

পরিসংখ‌্যান তার পারফরম‌্যান্স নিয়ে বড় উচ্ছ্বাস দেখাবে না নিশ্চিতভাবেই। বড় কিছু বা উল্লেখযোগ‌্য কিছু আছে তেমনও নয়। তবে নিজেকে পাল্টে অন‌্যদের সঙ্গে লড়াইয়ে রাখা, পরিস্থিতি বিবেচনায় পারফরম‌্যান্সে পরিবর্তন আনা এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ একজন খেলোয়াড় সব সময়ই লক্ষ‌্যে পৌঁছে যায়। সাইফের ক্ষেত্রে তেমনটিই হয়েছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে দলে ফিরে ভালো করার সামর্থ্য দেখিয়েছিলেন। কাল শ্রীলঙ্কার বিপক্ষে হাসলো তার ব্যাট। ভালো করতে পারেন আর ভালো করে দেখানোর মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্বাসের রেণু ছড়িয়ে, বুকভরা আত্মবিশ্বাস নিয়ে ২২ গজে ধুমকেতু হয়ে এসেছেন সাইফ। ধ্রুবতারা হয়ে উঠতে পারলেই আলোঝলমলে সময় কাটাবে দেশের ক্রিকেট।

ঢাকা/ ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ