অবসর ভেঙে ওয়ানডেতে ফিরেছেন কুইন্টন ডি কক। পাকিস্তান সফরে অক্টোবর-নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ডি কককে এই সফরে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫৫ ওয়ানডে খেলা ডি কক ২০২৩ বিশ্বকাপেই সর্বশেষ খেলেছেন এই সংস্করণে।

পাকিস্তান সফরের আগে আগামী ১১ অক্টোবর উইন্ডহকে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের জন্য ঘোষিত দলেও আছেন বাঁহাতি এই ওপেনার।

আরও পড়ুনফখরের আউট নিয়ে পাকিস্তান অধিনায়কের সন্দেহ৩ ঘণ্টা আগে

সাদা বলে প্রোটিয়াদের হয়ে ডি কক সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ডি কক অফিশিয়ালি অবসরের ঘোষণা না দিলেও তাঁকে এরপর এই সংস্করণের দলে অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ সাবেক কোচ রব ওয়াল্টার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনা সমন্ধে নিশ্চিত ছিলেন না। তবে এ সময়ে সিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন আগামী ডিসেম্বরে তেত্রিশে পা রাখতে যাওয়া ডি কক।

দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, ডি ককের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং জাতীয় দলে খেলার বিষয়ে তিনি আবারও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। কনরাড বলেন, ‘কুইন্টনের সাদা বলে ফিরে আসা আমাদের শক্তি বাড়িয়েছে। গত মাসে আমরা যখন তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, তখন এটা পরিষ্কার হয়েছে যে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা এখনো তার আছে। সবাই জানে সে থাকলে দলটা কেমন হয়, তাকে ফিরে পাওয়ায় দল শুধু শক্তিশালীই হবে।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলে এই সংস্করণ ছাড়বেন, সেটা বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন ডি কক। তবে বিশ্বকাপ শুরুর পর সিদ্ধান্ত বদলে ইঙ্গিতও দিয়েছিলেন। ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হবে—এ বিষয়টি মাথায় রেখে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ডি কক তখন বলেছিলেন, ‘এ মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যায়। জীবনে অনেক অদ্ভুত ব্যাপার ঘটে। সম্ভাবনা আছে, তবে মনে হয় না এমন কিছু হবে।’

আরও পড়ুনরউফ-অভিষেকের বাগ্‌বিতণ্ডায় আম্পায়ারের হস্তক্ষেপ, আসলে কী হয়েছিল৪ ঘণ্টা আগে

ওয়ানডেতে ১৫৫ ইনিংসে ৪৫.

৭৪ গড়ে ও ৯৬.৬৪ স্ট্রাইক রেটে ৬৭৭০ রান করেছেন ডি কক, পেয়েছেন ২১টি সেঞ্চুরি। ৯২ টি-টোয়েন্টিতে ১৩৮.৩২ স্ট্রাইক রেটে ২৫৮৪ রান করেছেন। ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে খেলেছেন ডি কক।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে চার সেঞ্চুরি করে এ সংস্করণ ছেড়েছিলেন ডি কক

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প স স করণ

এছাড়াও পড়ুন:

মায়ামি শহরের চাবি হাতে মেসি বললেন, এখন খেলে যাওয়ার সময়

অনেকের চোখেই লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের আর কী পাওয়ার আছে, সেই প্রশ্ন আপনি করতেই পারেন। তবে আর্জেন্টাইন ফুটবল জাদুকর মনে করেন, তাঁর সামনে এখনো করার মতো অনেক কিছুই বাকি।

ইন্টার মায়ামিতে খেলা এই মহাতারকা বুধবার এক বিজনেস ফোরাম বা ব্যবসায়িক সম্মেলনে বলেন, ফুটবলজীবনে কী কী করেছেন, তা ফিরে দেখার সময় একদিন হবে তাঁর। তবে অবসরের আগে ফুটবলের নিজের অবদান ও অর্জন নিয়ে না ভাবার কথাও বলেছেন মেসি। সেই সময়টা যে ২০২৮ সালের আগে নয়, সেটি তো জানাই। ইন্টার মায়ামির সঙ্গে তাঁর নতুন চুক্তিটা তো ২০২৮ পর্যন্তই।  

এখন আমার খেলা উপভোগ করা এবং খেলে যাওয়ার সময়।লিওনেল মেসি, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক

মায়ামির এই ব্যবসায়িক সম্মেলনে শহরটির মেয়র মেসির হাতে শহরের প্রতীকী চাবি তুলে দেন। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ফুটবলে তিনি কী দিয়ে যাচ্ছেন। স্প্যানিশ ভাষায় মেসির উত্তর, ‘এটা নিয়ে আমি এখনো ভাবিনি বা চিন্তিতও হইনি। একটা সময় তো অবসর নেবই। তখনই ক্যারিয়ারে যা করেছি, পেশাগত জীবনে যা অর্জন করেছি, সেসব আরও বেশি করে উপলব্ধি করতে পারব। কিন্তু এখন আমার খেলা উপভোগ করা এবং খেলে যাওয়ার সময়।’

মায়ামি শহরের চাবি হাতে লিওনেল মেসি

সম্পর্কিত নিবন্ধ

  • অবসরের ঘোষণার পর ন্যান্সি পেলোসিকে ‘শয়তান মহিলা’ বললেন ট্রাম্প
  • অবসরের ঘোষণা সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির
  • মায়ামি শহরের চাবি হাতে মেসি বললেন, এখন খেলে যাওয়ার সময়
  • বিএনপির বিক্ষোভের মধ্যে ছড়ানো হচ্ছে বাসে–ট্রেনে আগুনের পুরোনো ভিডিও
  • বিশ্বকাপ জিতলেই কি ইতিহাসের সেরা খেলোয়াড় হয় কেউ—প্রশ্ন রোনালদোর
  • আর্চারিতে একুশের স্মৃতি ফেরানোর আশা
  • আইপিএল থেকে অবসর নিলেন, বিগ ব্যাশেও আপাতত খেলা হচ্ছে না অশ্বিনের
  • ভারতের ১ শতাংশ ধনকুবেরের সম্পত্তি ৬২ শতাংশ বেড়েছে