অন্তর্জালজুড়ে এখন আলোচনায় শাহরুখ-পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যা**ডস অব বলিউড’। সিরিজটিতে মজাচ্ছলে উঠে এসেছে হিন্দি সিনেমা দুনিয়ার অনেক বিষয়। সাধারণ দর্শকেরা সিরিজটি নিয়ে নানা মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। জেনে নেওয়া যাক আলোচিত সিরিজটির ১২টি দিক।

শাহরুখ খানের প্রতি শ্রদ্ধার্ঘ্য
ছেলের প্রথম কাজেই বাবাকে স্যালুট। শো শুরু হয় শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়ে। ‘ওম শান্তি ওম’-এর বিখ্যাত সংলাপ থেকে সিরিজজুড়েই তিনি প্রবলভাবে হাজির। এমনকি এক পুরস্কার অনুষ্ঠানে সিরিজের নায়ক আসমান যখন সেরা অভিনেতার পুরস্কার জিতে বাবাকে উৎসর্গ করেন, ক্যামেরায় ধরা পড়ে শাহরুখের প্রতিক্রিয়া। দর্শকদের জন্য নস্টালজিয়ার ভান্ডার খুলে দেন আরিয়ান।

সামীর ওয়াংখেড়েকে খোঁচা?
প্রথম পর্বেই এক কাল্পনিক এনসিজি অফিসার বলিউড পার্টিতে হানা দেন। মাদকাসক্ত আখ্যা দিয়ে এক তরুণ অভিনেতাকে গ্রেপ্তার করেন। চরিত্রটির চেহারা, অঙ্গভঙ্গি—সবই মিলছে আরিয়ানকে গ্রেপ্তার করা সামীর ওয়াংখেড়ের সঙ্গে।

‘ব্যা**ডস অব বলিউড’-এর দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে আকিজ সিরামিকসের নতুন শোরুম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস রাজশাহীতে নতুন এক্সক্লুসিভ শোরুম চালু করেছে। আজ সোমবার মহানগরের রানীবাজারের মুন্সিডাঙ্গা মোড়ে মেসার্স রাজ্জাক স্যানিটারি অ্যান্ড টাইলসে এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান এবং শোরুমটির স্বত্বাধিকারী মো. সোহেল রানাসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

শোরুমটিতে প্রদর্শিত হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস এবং সর্বশেষ প্রোডাক্ট লাইনআপ। আকর্ষণীয় ফার্নিচার ও উন্নত ডিসপ্লে ব্যবস্থার মাধ্যমে সাজানো হয়েছে শোরুমটি, যা গ্রাহকদের দেবে এক ভিন্ন অভিজ্ঞতা।

পরপর ছয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুবার ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড অর্জনকারী আকিজ সিরামিকস ‘প্রমিজ অব পারফেকশনে’র প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের টাইলস ব্র্যান্ডটির সারা দেশে ১৫০টির বেশি এক্সক্লুসিভ শোরুম রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ