১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
Published: 23rd, September 2025 GMT
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধন অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আরো পড়ুন:
সীমানা নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত: ইসি সচিব
আফগানিস্তানকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ
বিজ্ঞপ্তি অনুযায়ী, হালনাগাদ খসড়া ভোটার তালিকা মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ২৫ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর ১ নভেম্বর তালিকাটি প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে কেউ দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করতে চাইলে ১৬ নভেম্বর পর্যন্ত সময় পাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব আবেদন নিষ্পত্তি করবে ১৭ নভেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ১৮ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এর আগে, গত ৩১ আগস্ট প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “৩১ অক্টোবর ২০২৫ সালের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের অন্তর্ভুক্ত করে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।”
ঢাকা/এএএম/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ছয় নেতাকর্মীকে করেছে পুলিশ। তারা ঢাকায় এসে মিছিল করে সরকার পতনের পরিকল্পনা করে আসছিল।
তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা/এমআর/এস