নিউইয়র্ক নগরের বাসিন্দা জিন মিনস্কি এক ভিডিওর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করেছেন। তাঁর নিমেষেই তলোয়ার গিলে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, তলোয়ার গেলার সময় তাঁর গলার ভেতরের অংশ দেখা যাচ্ছে।
মিনস্কি একজন পেশাদার তলোয়ার গেলা শিল্পী। তাঁর গলার ভেতর দিয়ে ১৮ ইঞ্চি লম্বা একটি ব্লেড প্রবেশ করানোর এন্ডোস্কোপিক দৃশ্যের ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ধারণ করা হয়েছিল। এতে দেখা যায়, তলোয়ারটি তাঁর গলার নালি পার হয়ে খাদ্যনালিতে প্রবেশ করছে।
দীর্ঘদিন ধরে এই শিল্প নিয়ে অনুশীলন করা মিনস্কি আশা করছেন যে ভিডিওটি আসল সত্য প্রকাশ করবে। তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘আমি এই সপ্তাহান্তেই একটি প্রদর্শনী করছিলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এক নারী তাঁর স্বামীকে তলোয়ারটির দিকে ইশারা করে বলছেন, এটা ভাঁজ হয়ে যায়।’
কলাম্বিয়া ইউনিভার্সিটির ল্যারিঙ্গোলজি বিভাগের প্রধান মাইকেল পিটম্যান বলেন, ‘এ পদ্ধতির মাধ্যমে আমরা পুরো গলা ও স্বরযন্ত্র দেখতে ও রেকর্ড করতে পারি, যা মুখ দিয়ে তাকালে দেখা সম্ভব নয়।’ পিটম্যান শিল্পী মিনস্কির ওপর এই প্রক্রিয়া সম্পন্ন করেন, যাকে ল্যারিঙ্গোস্কোপি বলা হয়ে থাকে।
মাইকেল পিটম্যান আরও বলেন, ‘আমরা এসব অঙ্গ খুব স্পষ্টভাবে দেখতে পারি। কথা বলা, গান গাওয়া বা কিছু গেলার সময় এগুলো কীভাবে কাজ করে, তা–ও পর্যবেক্ষণ করতে পারি।’
কলাম্বিয়া ইউনিভার্সিটির স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট হলি রেকার্স বলেন, ‘আমি সব সময় মানুষের কণ্ঠস্বর ও গেলার প্রক্রিয়া পর্যবেক্ষণ করি। তাই তলোয়ার গেলার কথা ভাবলে ব্যাপারটা যৌক্তিক মনে হয়, কিন্তু বাস্তবে এটা ঘটতে দেখাটা ছিল অবিশ্বাস্য।’
এই ভিডিও ধারণকারী রেকার্স বলেন, তিনি মিনস্কির এই শিল্পকলা দেখে বিস্মিত হয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ছয় নেতাকর্মীকে করেছে পুলিশ। তারা ঢাকায় এসে মিছিল করে সরকার পতনের পরিকল্পনা করে আসছিল।
তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা/এমআর/এস