Prothomalo:
2025-09-23@07:39:04 GMT

গিলে ফেললেন ১৮ ইঞ্চি তলোয়ার

Published: 23rd, September 2025 GMT

নিউইয়র্ক নগরের বাসিন্দা জিন মিনস্কি এক ভিডিওর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করেছেন। তাঁর নিমেষেই তলোয়ার গিলে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, তলোয়ার গেলার সময় তাঁর গলার ভেতরের অংশ দেখা যাচ্ছে।

মিনস্কি একজন পেশাদার তলোয়ার গেলা শিল্পী। তাঁর গলার ভেতর দিয়ে ১৮ ইঞ্চি লম্বা একটি ব্লেড প্রবেশ করানোর এন্ডোস্কোপিক দৃশ্যের ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ধারণ করা হয়েছিল। এতে দেখা যায়, তলোয়ারটি তাঁর গলার নালি পার হয়ে খাদ্যনালিতে প্রবেশ করছে।

দীর্ঘদিন ধরে এই শিল্প নিয়ে অনুশীলন করা মিনস্কি আশা করছেন যে ভিডিওটি আসল সত্য প্রকাশ করবে। তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘আমি এই সপ্তাহান্তেই একটি প্রদর্শনী করছিলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এক নারী তাঁর স্বামীকে তলোয়ারটির দিকে ইশারা করে বলছেন, এটা ভাঁজ হয়ে যায়।’

কলাম্বিয়া ইউনিভার্সিটির ল্যারিঙ্গোলজি বিভাগের প্রধান মাইকেল পিটম্যান বলেন, ‘এ পদ্ধতির মাধ্যমে আমরা পুরো গলা ও স্বরযন্ত্র দেখতে ও রেকর্ড করতে পারি, যা মুখ দিয়ে তাকালে দেখা সম্ভব নয়।’ পিটম্যান শিল্পী মিনস্কির ওপর এই প্রক্রিয়া সম্পন্ন করেন, যাকে ল্যারিঙ্গোস্কোপি বলা হয়ে থাকে।

মাইকেল পিটম্যান আরও বলেন, ‘আমরা এসব অঙ্গ খুব স্পষ্টভাবে দেখতে পারি। কথা বলা, গান গাওয়া বা কিছু গেলার সময় এগুলো কীভাবে কাজ করে, তা–ও পর্যবেক্ষণ করতে পারি।’

কলাম্বিয়া ইউনিভার্সিটির স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট হলি রেকার্স বলেন, ‘আমি সব সময় মানুষের কণ্ঠস্বর ও গেলার প্রক্রিয়া পর্যবেক্ষণ করি। তাই তলোয়ার গেলার কথা ভাবলে ব্যাপারটা যৌক্তিক মনে হয়, কিন্তু বাস্তবে এটা ঘটতে দেখাটা ছিল অবিশ্বাস্য।’

এই ভিডিও ধারণকারী রেকার্স বলেন, তিনি মিনস্কির এই শিল্পকলা দেখে বিস্মিত হয়েছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎপাদন বন্ধ থাকা ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করল ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির উৎপাদন বর্তমানে বন্ধ আছে। এসব কোম্পানিকে নিয়ে অনেক সময় বিভিন্ন গুজব ছড়ানো হয়। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হন এবং শেয়ারের দাম কারসাজির শিকার হন। কারসাজি ও গুজব ঠেকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) উৎপাদন বন্ধ রাখা কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তালিকা পাওয়া গেছে।

আরো পড়ুন:

হামিদ ফেব্রিক্সের উৎপাদন বন্ধ ঘোষণা

বার্ষিক প্রতিবেদন দাখিলে দেরি, ফারইস্ট ফাইন্যান্সকে সতর্কবার্তা

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএসই প্রকাশিত তালিকা অনুযায়ী, উৎপাদন বন্ধ রাখা কোম্পানিগুলো হলো—অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, অ্যারামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, এমারেল্ড অয়েল, ফ্যামিলি টেক্স (বিডি), জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশনস, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং মিলস, মিথুন নিটিং, নিউ লাইন ক্লোথিংস, নর্দার্ন জুট, নুরানি ডায়িং, প্রাইম টেক্সটাইল, আরএসআরএম, রিজেন্ট টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, তুং হাই নিটিং, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং মিলস, শ্যামপুর সুগার মিলস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, রহিমা ফুড কর্পোরেশন ও হামিদ ফ্যাব্রিক্স।

এর মধ্যে শ্যামপুর সুগার মিলস ও উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। এ কোম্পানিগুলো শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহ করলেও দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ রেখেছে।

এই তালিকায় নতুন করে যোগ হয়েছে হামিদ ফ্যাব্রিক্স। কোম্পানিটি ২২ সেপ্টেম্বর থেকে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। এর আগে গত ১২ আগস্ট রহিমা ফুড কর্পোরেশন উৎপাদন বন্ধ ঘোষণা করে।

ঢাকা/এনটি/রফিক 

সম্পর্কিত নিবন্ধ