জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতাদের উপর পতিত স্বৈরাচারদের পরিকল্পিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

আরো পড়ুন:

ফুটবল খেলা শেষে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৭

নিরাপদ খাদ্য সরবরাহ করেন যবিপ্রবি শিক্ষার্থী সুজা

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছান। বিমানবন্দরে প্রতিনিধি দলে থাকা জুলাই গণঅভ্যুত্থানে অগ্রগামী ভূমিকা পালনকারীদের ওপর হামলা চালায় পতিত স্বৈরাচার আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা।

প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, যে জুলাই আমাদের নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের সুযোগ দিয়েছে, সেই জুলাই গণঅভ্যুত্থানের অগ্রগামী ভূমিকা পালনকারীদের উপর হামলা চরম নিন্দনীয়। এ হামলা শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর নয়, আমরা মনে করি এটি দেশের নিরাপত্তার উপর হামলা। রাষ্ট্রীয় সফরে থাকা কোনো ব্যক্তিবর্গের উপর এ রকম ন্যাক্কারজনক হামলা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এর মাধ্যমে পতিত আওয়ামী লীগ আবারো প্রমাণ করলো, তারা একটি উগ্র ও সন্ত্রাসী দল।

বিবৃতিতে আরো বলা হয়, নারী নেতৃত্বের উপর অকথ্য গালিগালাজ আওয়ামী ফ্যাসিবাদের উগ্র বহিঃপ্রকাশ। দেশের ভেতরেও এই উগ্র ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকারকে এই নিষিদ্ধঘোষিত ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

বিবৃতিতে দাবি করা হয়, জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের উপর বারবার হামলা প্রমাণ করে সরকার ও তার নিরাপত্তা বাহিনী সম্পূর্ণভাবে ব্যর্থ। এক্ষেত্রে দেশের মধ্যকার প্রশাসন ও দূতাবাসগুলোর অবহেলা সুস্পষ্ট। সুতরাং অনতিবিলম্বে প্রশাসনের মধ্যে থাকা সন্ত্রাসীদের শাস্তির মুখোমুখি করতে হবে। নয়তো নতুন বাংলাদেশ গড়তে অঙ্গিকারবদ্ধ ছাত্রজনতা তার দাবি আদায়ে আবারো সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই গণঅভ য ত থ ন জ ল ই গণঅভ য ত থ ন র উপর

এছাড়াও পড়ুন:

অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্য দরকর: নুর

‘‘আগামীতে গণঅভ্যুত্থানের অংশীজন; বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন সবাই মিলে অন্তত ৫ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দরকর।’’ এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৮ নভেম্বর) বিকালে দিনাজপুরে যাওয়ার পথে ফুলবাড়ী শহরের যমুনা ব্রিজ মোড়ে গণঅধিকার পরিষদের সংসদ সদস্যপ্রার্থী মো. শাহাজান চৌধুরীর আমন্ত্রণে পথসভায় এ কথা বলেন তিনি।

নুর বলেন, ‘‘আগামীতে গণঅভ্যুত্থানের অংশীজন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন সবাই মিলে অন্তত ৫ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দরকর। সবাই মিলে যদি আমরা একটা সরকার গঠন করতে পারি রাজপথে কোন আন্দোলন সংগ্রাম থাকবে না। সবার লক্ষ্য উদ্দেশ্য থাকবে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ।’’    

‘‘আমাদের প্রশাসন যেন রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার না করে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিভিন্ন বিদেশী অপশক্তির সাথে অনেক সময় হাত মিলিয়ে দেশের ক্ষতি করে,’’ বলেন তিনি। 
এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  ঢাকা/মোসলেম//

সম্পর্কিত নিবন্ধ

  • তফসিলের আগে গণভোট করার কোন বাস্তবতা নাই: নুর
  • অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্য দরকর: নুর