বরিশালে ২ সাংবাদিককে ছাত্রদলের মারধর
Published: 27th, September 2025 GMT
বরিশাল নগরীর ‘বেলস’ পার্কে প্রবেশ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে দুই সাংবাদিককে তিন দফায় মারধর করেছে ছাত্রদরের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান ও চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পু। এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বেলস পার্ক গ্রীনসিটি পার্কের প্রবেশ পথে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক সুমন হাসান জানান, নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে একটি সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে তিনি সেখানে যান। এসময় তার মেয়ে ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে।
মেয়েকে নিয়ে গ্রীন সিটি পার্কে প্রবেশের সময় বাধা দেয় নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। পার্কের মধ্যে বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছে, তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না বলে জানায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনাস্থলে থাকা ছাত্রদল নেতার সহযোগীরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে।
এসময় সুমনের মেয়ে চিৎকার দিলে চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন পাপ্পু ছুটে আসেন। তিনি পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠে দুজনকেই এলোপাথাড়ি মারধর শুরু করেন। তাদের হামলায় মাথা ফেটে রক্তাক্ত জখম হন পাপ্পু। নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন পাপ্পু। তখন তৃতীয় দফায় ছাত্রদলের মহানগরের সহ-সভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে পুনরায় তাদের উপর হামলা করে।
বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে আসার পূর্বে ছাত্রদল নেতারা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান আহত সাংবাদিকরা।
অভিযোগের বিষয়ে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী বলেন, “পার্ক নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কের ভিতরে প্রবেশ করতে পারবে না। তাই তাদের বাধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গেছে।”
এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো.
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/পলাশ/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র বর শ ল প রব শ নগর র
এছাড়াও পড়ুন:
বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে পূজামণ্ডপ পরিদর্শনে সাখাওয়াত-টিপু
বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও বন্দর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা উপজেলার সাবদীবাজার শ্রী রক্ষাকালী মন্দির পূজা মন্ডপ, দিলঘদী কলাগাছিয়া শুভকরদী পূজা মন্ডপ, সাবদী লোকনাথ ব্রহ্মচারী মন্দির পূজা মন্ডপ, মিরকুন্ডী শ্রী শ্রী সাধু পরেশ মহাত্মা আশ্রম পূজা মন্ডপ, শ্রী শ্রী ব্রহ্মা মন্দির ও উপাসনালয় পূজা মন্ডপ, ঋষিপাড়া পূজা মন্ডপ, প্রেমতলা পূজা মন্ডপ, লাঙ্গলবন্দ স্নান সেবা কেন্দ্র পূজা মন্ডপ, লাঙ্গলবন্দ রাজঘাট পূজা মন্ডপ, আড্ডা শ্যামপুর পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তাঁরা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের জনসাধারণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।