তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, মাস্টার্স ও পিএইচডির সুযোগ
Published: 27th, September 2025 GMT
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি তাসমানিয়া বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। দেশি-বিদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
১৮৯০ সালে প্রতিষ্ঠিত তাসমানিয়া বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার চতুর্থ প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। অত্যাধুনিক গবেষণা সুবিধা এবং উদ্ভাবনী প্রকল্পের কারণে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্য, ব্যবসা, সৃজনশীল শিল্প, আইন, শিক্ষাসহ নানা বিষয়ে গবেষণার সুযোগ পাবেন।
স্কলারশিপের সুবিধা—
–বার্ষিক ৩৩,৫১১ অস্ট্রেলিয়ান ডলার ভাতা (২০২৫ সালের হিসাব অনুযায়ী)।
–পড়াশোনার জন্য তাসমানিয়ায় স্থানান্তরে সহায়তা হিসেবে ২,০০০ অস্ট্রেলীয় ডলারের রিলোকেশন গ্র্যান্ট।
–বিশ্বমানের গবেষণা ল্যাব, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ গবেষকদের দিকনির্দেশনা।
–বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ।
এই আর্থিক সহায়তা শিক্ষার্থীদের জীবনযাপন, স্থানান্তর এবং গবেষণার খরচ বহন করবে, যা বিদেশে উচ্চশিক্ষার ব্যয় নিয়ে দুশ্চিন্তা কমাবে।
যে বিষয়গুলোতে পড়ার সুযোগ থাকবে
পিএইচডি প্রোগ্রামে প্রায় ৪০টি বিষয়ে পড়ার সুযোগ থাকছে। কিছু উল্লেখযোগ্য বিষয় হলো—
–কৃষিবিজ্ঞান (Agriculture)
–স্থাপত্য ও নগরায়ণ (Architecture and Urban Environment)
–জীববিজ্ঞান (Biological Sciences)
–বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (Biomedical Engineering)
–রসায়ন বিজ্ঞান (Chemical Sciences)
–কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (Computer Engineering)
–ভূবিজ্ঞান (Earth Sciences)
–অর্থনীতি (Economics)
-আইন (Law)
–শিক্ষা (Education)
–আইটি (Information Technology)
–মেরিটাইম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (Maritime Engineering and Technology)
জনস্বাস্থ্য (Public Health) প্রভৃতি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস সহায়ক (গ্রেড-২০) পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এই মৌখিক পরীক্ষা ১২ থেকে ১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রশাসন ও মধ্যপ্রাচ্য অনুবিভাগের (ভবন নম্বর–১০, দ্বিতীয় তলা, রুম নম্বর-২১) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ ও সময়:—১২/১০/২০২৫ (রোববার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৩/১০/২০২৫ (সোমবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৪/১০/২০২৫ (মঙ্গলবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৫/১০/২০২৫ (বুধবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৬/১০/২০২৫ (বৃহস্পতিবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৯/১০/২০২৫ (রোববার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র (রঙিন প্রিন্ট কপি), অনলাইন আবেদনপত্র (রঙিন), সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং কোটা–সংক্রান্ত প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। বর্ণিত কাগজপত্র ব্যতীত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আরও পড়ুনরংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে নিয়োগ৩ ঘণ্টা আগে