বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরগুনা জেলা হাসপাতালে দুজন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ৩৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন এবং বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪ জন। বরগুনায় ৫৭ জন, পটুয়াখালীতে ৩৫ জন, পিরোজপুরে ১৪ জন, ভোলায় ৪ জন, ঝালকাঠীতে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এসব হাসপাতালে ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ জন ডেঙ্গু রোগী বরগুনা জেলায়। বরগুনা জেলা হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যু হয় ১৮ জন ডেঙ্গু রোগীর। এ হাসপাতালে মারা যাওয়া অধিকাংশ ডেঙ্গু রোগী বরগুনা জেলার। বরিশালের বিভিন্ন হাসপাতালে এখনো ১১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি চিকিৎসাধীন আছেন। 

আরো পড়ুন:

সাঁতার শিখতে পুকুরে নেমে যুবকের মৃত্যু

ওসমানী হাসপাতালে পানির ট্যাংকের পলেস্তারা খসে কর্মীর মৃত্যু

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা.

শ্যমল কৃষ্ণ মন্ডল বলেছেন, মৌসুমের শেষ সময়ে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 

ঢাকা/পলাশ/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল ব ভ গ জন ড ঙ গ বরগ ন

এছাড়াও পড়ুন:

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মেহেরপুরের সড়কে ঝরল জাবি শিক্ষার্থীর প্রাণ

মুন্সীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী ইউরোলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পিছন দিক থেকে ধাক্কা দেয় আরেকটি বাস। ইউরোলাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেক যাত্রীর মৃত্যু হয়।

আহত ২০ যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঢাকা/তামিম/রফিক

সম্পর্কিত নিবন্ধ