সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ  কেরানীগঞ্জের তেগুড়িয়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক তানবীর আহমেদ। আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের স্বর্গপুরী দেব মন্দির পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। 

আরো পড়ুন:

ছুটিতে প্রিয়জনের কাছে ফিরছে মানুষ

নজর কেড়েছে মুগ ডালে তৈরি প্রতিমা

এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি, স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/শিপন/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘মার্চ টু যমুনা’র জন্য প্রস্তুত শিক্ষকরা 

বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা দেওয়াসহ তিন দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষকরা। এসব দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির জন্য প্রস্তুত হচ্ছেন তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শহীদ মিনারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষকরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অবস্থান করছেন এবং স্লোগানে মুখর করে তুলেছেন চারপাশ। মূল বেদির নিচে শিক্ষক নেতারা বক্তব্য রাখছেন।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প সময়ের মধ্যেই তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে যমুনার উদ্দেশে যাত্রা করবেন। দাবি পূরণ না হলে তারা আমরণ অনশনেও যেতে প্রস্তুত।

খুলনার একটি স্কুলের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেছেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তারা দিন-রাত পরিশ্রম করে জাতিকে শিক্ষা দেন। কিন্তু, তারা আজ বঞ্চিত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ