ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, আটক ৩
Published: 21st, March 2025 GMT
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলে বাধা দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সেই সময় তারা ৩ জনকে আটক করে পুলিশে দেন।
শুক্রবার (২১ মার্চ) এই ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, “২৫ থেকে ৩০ জনের ওই মিছিল বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ ও স্লোগান দিতে থাকে। এ সময় জনতা ৩ জনকে ধরে সোপর্দ করেছে। ৩ জন থানা হেফাজতে আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরো পড়ুন:
বিচারিক কার্যক্রম শুরু হলে আ.
মেয়েসহ আমুর অবৈধ সম্পদ সাড়ে ৩৮ কোটি টাকা, ৩ মামলা
তিনি বলেন, “ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী মিছিল বের করেন। শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং ৩ জনকে পুলিশে সোপর্দ করে।”
আটক ৩ জন হলেন-যুব মহিলা লীগের সদস্য লাবনী, আওয়ামী লীগ কর্মী মো. সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।
ঢাকা/এমআর/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
স্পেসস্যুট যখন ফ্যাশন
ছবি: এএফপি