ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, আটক ৩
Published: 21st, March 2025 GMT
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলে বাধা দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সেই সময় তারা ৩ জনকে আটক করে পুলিশে দেন।
শুক্রবার (২১ মার্চ) এই ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, “২৫ থেকে ৩০ জনের ওই মিছিল বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ ও স্লোগান দিতে থাকে। এ সময় জনতা ৩ জনকে ধরে সোপর্দ করেছে। ৩ জন থানা হেফাজতে আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরো পড়ুন:
বিচারিক কার্যক্রম শুরু হলে আ.
মেয়েসহ আমুর অবৈধ সম্পদ সাড়ে ৩৮ কোটি টাকা, ৩ মামলা
তিনি বলেন, “ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী মিছিল বের করেন। শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং ৩ জনকে পুলিশে সোপর্দ করে।”
আটক ৩ জন হলেন-যুব মহিলা লীগের সদস্য লাবনী, আওয়ামী লীগ কর্মী মো. সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।
ঢাকা/এমআর/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
‘কাঁচা বাদাম’ গানের নতুন ভার্সন
“বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম”—এমন কথার গান, গানের স্রষ্টা ও শিল্পী ভুবন বাদ্যকরকে চিনেন না এমন মানুষ পাওয়া বোধহয় মুশকিল। ২০২১ সালে পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে ভুবন বাদ্যকরের খ্যাতি ছড়িয়ে পড়ে বিদেশেও। এবার ‘কাঁচা বাদাম’ গানের নতুন ভার্সন নিয়ে হাজির হলেন এই শিল্পী।
ভুবন বাদ্যকর তার সোশ্যাল মিডিয়ায় নতুন ভার্সনটি প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, নিজ গ্রামে বাইকে ঘুরতে ঘুরতে সকলকে নতুন গানটি শোনাচ্ছেন ভুবন বাদ্যকর। গ্রামের মানুষও তাকে ঘিরে গানটি উপেভোগ করছেন। গানের ভিডিওটি প্রকাশের পরই ছড়িয়ে পড়ে অন্তর্জালে; যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।
আরো পড়ুন:
‘যেকোনো সম্পর্কে মতবিরোধ হওয়াটা জরুরি’
‘সম্পর্ক দু’মিনিটে তৈরি হওয়া নুডলস নয়’
নতুন ভার্সন শুনে নেটিজেনরাও ভুবন বাদ্যকরের প্রশংসা করছেন। রবি লেখেন, “সুন্দর।” সিদ্ধার্থ লেখেন, “ফিরে আসুন।” মেঘ লেখেন, “মজার।” মুস্তাফিজ লেখেন, “মেধাবি।” অন্যজন লেখেন, “সে দারুণ একজন সুরকার।” তবে কেউ কেউ প্রশ্ন করেছেন—“পুরোনো ভার্সনের জনপ্রিয়তা কী ছাড়িয়ে যেতে পারবে?” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। স্ত্রী, দুই ছেলে, বউমা ও মেয়েকে নিয়ে তার সংসার। শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন। এখন মোটরসাইকেলে কাজটি করেন তিনি। আর গাইতে থাকেন, ‘কাঁচা বাদাম’ গান।
ঢাকা/শান্ত