শরীয়তপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিল করেছেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে সদর উপজেলার জয়নগর এলাকায় ওই মিছিল করা হয়।

ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষ মশাল নিয়ে মিছিল করছেন। তাঁদের মুখে মাস্ক পরা। তাঁরা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

ওই ভিডিও শেয়ার করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা। গতকাল শনিবার রাতে ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।

ওই মশালমিছিলের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে প্রতিক্রিয়া লিখে পোস্ট দিয়েছেন।

গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর শরীয়তপুরে এই প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের এক নেতা প্রথম আলোকে বলেন, সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। এরই অংশ হিসেবে শরীয়তপুরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা–কর্মী ও সমর্থকেরা মশালমিছিল করেছেন। এখন থেকে নিয়মিত দলের বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হবে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মশালমিছিল করা হয়েছে। ওই মিছিলে কারা অংশ নিয়েছিলেন, কারা নেতৃত্ব দিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ছ ল কর আওয় ম

এছাড়াও পড়ুন:

রাজধানী থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা হ্যান্ডকাফসহ ‘উধাও’

মোহনগঞ্জে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগ রয়েছে। তারা ঢাকার বাইরে থেকে এসে অর্থের বিনিময়ে মিছিলে অংশ নিচ্ছে এবং এর পেছনে অনেকে আর্থিকভাবে সহযোগিতা করছেন। ডিবি তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের পরিচয় জানায়নি।

পুলিশ জানিয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ও যেকোনো মূল্যে রাজধানীতে অবস্থান জানান দিতেই এসব মিছিল করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা/এমআর/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ