বাংলাদেশ দরিদ্র দেশ নয়, অব্যবস্থাপনার দেশ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেছেন, ‘এটি এমন একটি দেশ, যেখানে রাষ্ট্রীয় ভান্ডার শূন্য করে ফেললেও তাকে দুর্নীতি বলা যায় না। অথচ রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি রাষ্ট্রদ্রোহের শামিল।’

আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত ‘পিএফএএস পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ–বিষয়ক উপদেষ্টা বলেন, ‘একটি নির্বাচনের মাধ্যমে দেশকে রাজনীতি ও গণতন্ত্রে ফিরিয়ে নিতে হবে।’ রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা শারমীন মুরশিদ। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘যদি তারা ভাবে, যেভাবে তারা চলে এসেছে, সেভাবে চলবে। প্লিজ, ডোন্ট মেক মিসটেক। ৩০ হাজার মানুষ পঙ্গু, ১ হাজার ৫০০ ছেলেমেয়ে মারা গেছে। এটাকে মুছে দেওয়া যাবে না।’

উপদেষ্টা শারমীন পিএফএসের দূষণ নিয়ে সমন্বিতনীতি প্রণয়ন করার বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের মুখ্য সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সামনে লেবার অ্যান্ড পরিবেশ ইস্যু খুব বড় ফ্যাক্টর হয়ে উঠবে। এটা মানবজাতির অস্তিত্বের প্রশ্ন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৮ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। সিরিজে দুই দল খেলবে তিনটি ম্যাচ।

ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ-জিম্বাবুয়ে
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট

বুলাওয়ে টেস্ট-২য় দিন

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড
বেলা ২টা, টি স্পোর্টস

১ম ওয়ানডে

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
রাত ১২টা, টি স্পোর্টস

দ্য হানড্রেড

বার্মিংহাম ফিনিক্স-ট্রেন্ট রকেটস
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ