সুনামগঞ্জে হাওরের বাঁধে গাফিলতি: গঠন হচ্ছে শক্তিশালী তদন্ত কমিটি
Published: 4th, May 2025 GMT
সুনামগঞ্জে হাওরে ৩০৮ কোটি টাকার স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও বাঁধের পাশের গর্ত ভরাট প্রকল্পের কাজে ঠিকাদারদের গাফিলতির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে যাঁদেরই গাফিলতি বা অনিয়ম পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পবিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আব্দুল লতিফ মোল্লা। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।
‘হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ: ৩০৮ কোটি টাকার কাজ শেষ করতে তাড়াহুড়া’ শিরোনামে আজ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সুনামগঞ্জের ১৪টি হাওরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩০৮ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণের এই কাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। সময় আছে মাত্র দুই মাস, কিন্তু এখনো অর্ধেক কাজ হয়নি। বর্ষা চলে আসায় এখন কাজ করা কঠিন হবে, আবার যেটুকু হয়েছে তা–ও টিকবে কি না, এ নিয়ে সংশয় রয়েছে। এসব তথ্যই তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনটির প্রসঙ্গ টেনে সভায় অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা বলেন, তিনি সুনামগঞ্জে থেকেই বিষয়টি নিয়ে ঢাকায় কথা বলেছেন। আজ শক্তিশালী তদন্ত কমিটি হবে। প্রতিটি বিষয় তদন্ত করে দেখা হবে। এতে যদি পাউবোর কোনো কর্মকর্তাও জড়িত থাকেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
গত শুক্রবার থেকে সুনামগঞ্জে অবস্থান করছেন জানিয়ে আব্দুল লতিফ মোল্লা বলেন, এটি তাঁর নিয়মিত প্রকল্প পরিদর্শন। কোনো তদন্ত নয়। তিনি জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলায় বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেছেন। প্রকল্পের ভুলত্রুটি যা রয়েছে, সেগুলো শোধরানোর নির্দেশনা দিয়েছেন। তিনি ঠিকাদারদের পক্ষে নন। পত্রিকায় সংবাদ প্রকাশে তাঁরা খুশি জানিয়ে আব্দুল লতিফ মোল্লা বলেন, ‘এতে আমরা কাজে নজরদারি বাড়াব। ভুলত্রুটিগুলো চিহ্নিত করে শুধরে নেব। স্থানীয় প্রশাসনসহ সবাইকে নিয়েই কাজগুলো করতে হবে বলে জানান তিনি।’
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ–১) মো.
সভায় জানানো হয়, সুনামগঞ্জে এবার হাওরের ফসল রক্ষায় ৬৮৪টি প্রকল্পে ৫৯৩ কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ ও সংস্কার হয়েছে। এতে প্রাক্কলন ব্যয় ধরা আছে ১২৮ কোটি টাকা।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, হাওরের ৯৭ শতাংশ ধান কাটা শেষ। এবার নির্বিঘ্নে কৃষকেরা তাঁদের ধান গোলায় তুলতে পেরেছেন। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
আরও পড়ুনহাওরে স্থায়ী বাঁধ নির্মাণ: ৩০৮ কোটি টাকার কাজ শেষ করতে তাড়াহুড়া৮ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন মগঞ জ ৩০৮ ক ট প রকল প তদন ত
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই