বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার জন্য রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কমিটি জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের বিচার ও মৌলিক সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, দলের আহ্বায়ক মো.

নাহিদ ইসলামের অনুমোদনে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন দলটির কেন্দ্রীয় নেতা নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান ও সাদ্দাম হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, লিয়াজোঁ কমিটি বিভিন্ন দল, পক্ষ ও উদ্যোগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে ও আলোচনায় বসবে। দলের কর্মসূচি ও লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হবে। মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে কমিটি কাজ করবে। জাতীয় স্বার্থের ইস্যু যেমন বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে বসা, আলোচনা করা এবং ঐকমত্যে পৌঁছানোর মতো কাজগুলোও করবে লিয়াজোঁ কমিটি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে এসইএমএল ইক্যুইটি ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ থেকে ৭ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় এ মিউচুয়াল ফান্ডের ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

শনিবার (৯ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিটের দর কমেছে ১০.২৩ শতাংশ। এর আগের সপ্তাহে এ মিউচুয়াল ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ৮.৮০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৭.৯০ টাকা। এর ফলে মিউচুয়াল ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৪ হাজার ৮৪ কোটি টাকা

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.০৫ শতাংশ, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৮.৯৯ শতাংশ, ফার কেমিক্যালের ৮.৬৮ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৮.৫৬ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.৪২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.১১ শতাংশ, সিটি ব্যাংকের ৭.৩৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৭.১৭ শতাংশ ও ঢাকা ব্যাংকের ৭.০৯ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ