Prothomalo:
2025-05-09@01:50:55 GMT

নতুন পোপ চতুর্দশ লিও

Published: 9th, May 2025 GMT

বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। রবার্ট ফ্রান্সিস প্রথম কার্ডিনাল, যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত হলেন।

গতকাল বৃহস্পতিবার ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস (৬৯)। বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই ভোটাভুটিতে অংশ নেন।

রবার্ট ফ্রান্সিস নতুন পোপ নির্বাচিত হওয়ার পর সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজারো অনুসারীর উদ্দেশে প্রথম ভাষণ দেন। এ সময় আবেগাপ্লুত নতুন পোপ বলেন, ‘আপনারা সবাই শান্তিতে থাকুন।’ তিনি তাঁর পূর্বসূরি প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে মিশনারি গির্জা গড়ে তুলতে হবে, যে গির্জা সেতুবন্ধ গড়ে তোলে।’ ইতালির ভাষায় দেওয়া বক্তৃতায় নতুন পোপ অন্যদের প্রতি উদারতা দেখাতে অনুসারীদের প্রতি আহ্বান জানান।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে গত বুধবার ২৬৭তম পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ওই দিন স্থানীয় সময় বিকেলে প্রথম দফায় ভোট দেন কার্ডিনালরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়। অর্থাৎ প্রথম দফার ভোটে পোপ হিসেবে কেউ নির্বাচিত হননি। এরপর বৃহস্পতিবার সকালে দুই দফা ভোটাভুটির পরও কালো ধোঁয়া বের হয় চিমনি দিয়ে। তাই এদিন আবারও ভোটের প্রক্রিয়া শুরু হয়। সেই ভোট শেষে চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়, অর্থাৎ নতুন পোপ নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনচিমনিতে সাদা ধোঁয়া, নতুন পোপ নির্বাচিত৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নত ন প প ন র ব চ ত রব র ট ফ র ন স স প রথম

এছাড়াও পড়ুন:

জবিতে উপাচার্য ভবনে তালা, চার দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাজেট বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার উত্তাল ছিল ক্যাম্পাস। বিক্ষোভের একপর্যায়ে উপাচার্য ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান ও জকসু নির্বাচনের দাবিতে গণভোটের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

চার দফা দাবি আদায়ে উপাচার্য ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে উপাচার্য ভবনে তালা লাগিয়ে দেন তারা। এ সময় উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ভবনেই ছিলেন এবং তিনি দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যান। কর্মসূচি শেষে দুপুর আড়াইটার দিকে তালা খুলে দেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ তোলেন, যুগ যুগ ধরে এই বিশ্ববিদ্যালয় বৈষম্যের শিকার। প্রশাসনের উচিত ছিল বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া। প্রশাসন দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, দাবি আদায়ে আগামী সপ্তাহে লংমার্চ করা হবে। 

মঙ্গলবার চার দাবি জানান শিক্ষার্থীরা। সেগুলো হলো– ২০২৫-২৬ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা; দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মের মধ্যে শুরু করা; বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ; আগামী ১৫ মের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য বলেন, দাবিগুলো যৌক্তিক। বাজেটসহ শিক্ষার্থীদের সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তিনিও।

সম্পর্কিত নিবন্ধ