চাঁদপুর শহরের লেকের পানি থেকে আল-আমিন (১৭) নামের এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল-আমিন এবার সদ্য এসএসসি পাস করা ছাত্র। তিনি চাঁদপুর গনি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আল-আমিন রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। তাদের পরিবার বর্তমানে চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করেন।
শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়। শহরের অঙ্গীকারের সামনের লেকেরপাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পরে রাত ৯টার দিকে হঠাৎ লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে আনার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আল-আমিনের সঙ্গে থাকা সহপাঠী মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম, মঈন ইসলাম, শামীমসহ মোট ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

আল-আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করেন তার স্বজন ও এলাকার মানুষজন। কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। নিহতের পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; বরং কিশোর গ্যাংদের সদস্যরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লেকের পানিতে ফেলে দিয়েছে।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি ও সদর সার্কেল সহকারী পুলিশ সুপার হাসপাতালে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত জানেন। স্বজনরা দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রাতে ওই শির্ক্ষাথীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাত সহপাঠীকে থানায় আনা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সহপ ঠ

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে শিক্ষার ক্ষেত্রে আবার সু-বাতাশ বইবে : সিনিয়র শিক্ষা সচিব 

সোনারগাঁয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মতবিনিময়  ও কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে। শনিবার(১২জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে  সোনারগাঁ সংঘের আয়োজনে এ মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক মো.লুৎফর কবিরের উপস্থাপনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্দিক জোবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক জোবায়ের বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মুল ভিত্তি হলো  প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের কাজ শুরু করতে হবে। আমরা সরকার থেকে এবছর সিদ্ধান্ত নিয়েছিলাম এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোন অতিরিক্ত নাম্বার (গ্রেস) দেওয়া হবেনা।

এ বছর অতিরিক্ত নাম্বার না দেওয়ার কারনে আমাদের এসএসসির ফলাফলে এ অবস্থা। তাই এ ধারা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থী শিক্ষক ও অবকাঠামোর এই তিনটি হচ্ছে মুল। মান সম্মত শিক্ষা ঠিক রাখতে হলে অবকাঠামো ঠিক রাখতে হবে।

আমরা শুনি এবং  ভুলে যাই, যা দেখি তা মনে রাখার চেষ্টা করি এবং যা বাস্তবে কাজ করি তা মনে ধারন করি। একটি বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে একটি স্বপ্ন দেখা শুরু করে। আমরা তো চাকরি করি না আমরা ভবিষ্যৎ নাগরিক তৈরি করি।

তাহলে আমার সোনারগাঁওয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকরা কেন নানা সমস্যার সম্মুখীন হতে হয়? আমার সোনারগাঁয়ে শিক্ষার ক্ষেত্রে আবার সু-বাতাশ বইবে।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ে শিক্ষার ক্ষেত্রে যতো সমস্যা আছে আমি আমার সর্বোচ্চ দিয়ে সমাধান করার চেষ্টা করবো। আমরা বিভাজনমূলক শিক্ষা ব্যবস্থা দেখতে চাইনা। একমুখী শিক্ষা ব্যবস্থা দেখতে চাই।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ড. শায়লা নাসরিনের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা রহমান, জেলা প্রাথমিক শিক্ষা  অফিসার ফেরদৌসী বেগম, ডেমরা কলেজের অধ্যক্ষ নুরে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক সামছুল আলম পনির প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • কেন খারাপ হচ্ছে পাহাড়ের ফলাফল
  • নড়াইলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল অন্য বিষয়ে
  • চাঁদপুরে লেক থেকে উদ্ধার স্কুলছাত্রের মরদেহে আঘাতের চিহ্ন, ৭ সহপাঠী আটক
  • চাঁদপুর শহরে লেক থেকে এসএসসি পাশ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • এসএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
  • অকৃতকার্যের বেদনাও অনুধাবনযোগ্য
  • মুক্তিপণ দিয়ে ডোবায় পেল শিশুর লাশ, এখনও নিখোঁজ অপর শিশু
  • বগুড়া জিলা স্কুল কেন্দ্রের ৮৮৩ শিক্ষার্থীর সংশোধিত ফলাফল প্রকাশের নির্দেশ
  • সোনারগাঁয়ে শিক্ষার ক্ষেত্রে আবার সু-বাতাশ বইবে : সিনিয়র শিক্ষা সচিব