‘নতুন যুগের সূচনা’য় নাহিদ রানাদের কোচ টেইট
Published: 12th, May 2025 GMT
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হয়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ার এই সাবেক পেসারকে আড়াই বছরের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বিসিবির এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে টেইট বলেছেন, ‘এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার ভালো সময়। আপনি চাইলে এটিকে এক নতুন যুগের সূচনাও বলতে পারেন।’
৪২ বয়সী টেইট ২০১৭ সালে খেলা ছাড়ার পর থেকে কোচিংয়ে মনোযোগী। এরই মধ্যে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলে কাজ করেছেন। কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল, এলপিএল এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও।
সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসে প্রধান কোচ ছিলেন টেইট। খেলোয়াড়ি ক্যারিয়ারে গতির জন্য খ্যাতি থাকা এই পেসার বাংলাদেশ দলে কাজ করবেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের নিয়ে। এ মাসের শেষ দিকে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে যাওয়ার আগে উচ্ছ্বাস প্রকাশ করে টেইট বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে তারুণ প্রতিভা এবং ফাস্ট বোলারদের নিয়ে অনেক কথা হয়েছে, যা চমৎকার ব্যাপার। তবে এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোনো ডেভেলপমেন্ট দল নয়। এখানে প্রত্যেকেই প্রত্যাশা করে এই প্রতিভাগুলো ফল বয়ে আনবে। পেস বোলিং ইউনিটের সঙ্গে আমার কাজের মূল লক্ষ্যও এটাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জন্য আরও বেশি জয় নিশ্চিত করা।’
টেইটের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। একই সময় পর্যন্ত চুক্তিবদ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও। এই ক্যারিবীয়র সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছেন বলে জানিয়েছেন টেইট, ‘ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও সমানভাবে রোমাঞ্চকর, এবং আমি সামনে যে যাত্রা অপেক্ষা করছে তা নিয়ে বেশ উচ্ছ্বসিত।’
টেইটের আগমন ঘটছে নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের সঙ্গে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিলের পর।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক জ কর
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।