ময়মনসিংহে প্রায় সাত বছর পর জেলা দক্ষিণ, উত্তর, মহানগর, আনন্দ মোহন কলেজ ও কোতোয়ালি থানা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন কমিটিতে স্বাক্ষর করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রাকিবুল ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুকে কমিটি প্রকাশ করে অভিনন্দন জানান।

১১ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে আজিজুল হাকিম সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে নূরুজ্জামান সোহেল সভাপতি ও এ কে এম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মহানগর ছাত্রদলের ১১ সদস্যের কমিটিতে গোবিন্দ রায় সভাপতি ও আল মোহাম্মদ রাফসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রদলের আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে হুজ্জাতুল খান সভাপতি ও মোস্তাত সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া দুজন সহসভাপতি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজনকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কোতোয়ালি থানা ছাত্রদলের চার সদস্যবিশিষ্ট কমিটিতে আরিফ রব্বানী সভাপতি ও সাজিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অন্য দুজনের মধ্যে একজনকে সহসভাপতি ও একজনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আগামী ২১ দিনের মধ্যে এ দুটি ইউনিটকে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১২ জুলাই ময়মনসিংহ ছাত্রদলের দক্ষিণ, উত্তর জেলা ও মহানগর আংশিক কমিটি গঠিত হয়। এসব কমিটির মেয়াদ পেরোলেও এভাবেই এত দিন সংগঠনটির কার্যক্রম চলছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল র একজন স কম ট ত সদস য

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ৬ বছর পর ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি

ছয় বছর পর ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে গঠিত হয়েছে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা ছাত্রদলের কমিটিও। এ খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে এই কমিটি প্রকাশ করা হয়।

এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি এবং রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আরাফাত রহমান জিম, সহ-সভাপতি শাহীন আহমেদ, হাসিবুল হাসান, আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রুমান, মো. রোকনুজ্জামান রোকন সরকার, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, দপ্তর সম্পাদক সজীব মিয়া।

আরো পড়ুন:

সাম্য হত্যার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রানা, সম্পাদক তৃষ্ণু

ময়মনসিংহ মহানগর কমিটির নেতারা হলেন, সভাপতি গোবিন্দ রায়, সিনিয়র সহ-সভাপতি মুরতাজা হোসাইন, সহ-সভাপতি রিপন মিয়া, ফজলে রাব্বি, মাহামুদুল হাসান অপু, সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকিরুল হক তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, ইমন চৌধুরী শামীম, সাংগঠনিক সম্পাদক সাদ আকন্দ সাব্বির, প্রচার সম্পাদক সৈয়দ সেফাত ফারুকী আনান।

উত্তর জেলার নবগঠিত কমিটিতে সভাপতি নূরুজ্জামান সোহেল, সিনিয়র সহ-সভাপতি নাইমুর আরেফিন পাপন, সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মাসুদ আলম (মাসুদুল আলম মাসুদ), নাদিম সারোয়ার টিটু, সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম রুবেল, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার।

নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সভাপতি হুজ্জাতুল খান মুন, সিনিয়র সহ-সভাপতি নাসিফুল হাসান মৃধা, সহ-সভাপতি তৌহিদ জামান বিজয়, সাধারণ সম্পাদক মোস্তাক সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক নাদিম আহমেদ মারুফ, সাংগঠনিক সম্পাদক তানজিল তালুকদার, দপ্তর সম্পাদক নাইমুল হাসান বাধন (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), প্রচার সম্পাদক ইমি আক্তার দোলা।

একই সঙ্গে গঠন করা হয়েছে কোতোয়ালি থানা ছাত্রদলের কমিটি। এই কমিটির নেতারা হলেন, সভাপতি আরিফ রাব্বানী, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান পারভেজ, সাধারণ সম্পাদক সাজিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক অরূপ মজুমদার সিজার।

আগামী ২১ দিন থেকে ১ মাসের মধ্যে আংশিক ঘোষিত এ সব কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।
 

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • মোহাম্মদপুরে ‘ছিনতাইয়ের সময়’ ধরা দুইজন, একজনকে পিটিয়ে হত্যা
  • ময়মনসিংহে ৬ বছর পর ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি
  • বিকেএমইএর নতুন সভাপতি হলেন মোহাম্মদ হাতেম
  • দেশের মানুষ চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটুক: আলী রীয়াজ
  • জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্টের বৈঠক
  • নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
  • ফতুল্লায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১
  • ফতুল্লায় হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতার ভাতিজা গ্রেপ্তার
  • ছাত্রদলের কমিটিতে বিবাহিত অছাত্র ও ছাত্রলীগের কর্মী