প্রশ্ন:

দেশের বৈদ্যুতিক বাতির বাজারে সুপার স্টারের অংশীদারত্ব কত?

আব্দুল্লাহ আল মামুন: বর্তমানে বাংলাদেশের বৈদ্যুতিক বাতির বাজারে সুপার স্টার একটি অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড। আলোর খাতে, বিশেষ করে ইনডোর ও বেসিক লাইটিং শ্রেণিতে সুপার স্টার গ্রুপের মার্কেট শেয়ার ২৫ থেকে ৩০ শতাংশের মধ্যে। 

প্রশ্ন:

সুপার স্টার বৈদ্যুতিক বাতির বিশেষ বৈশিষ্ট্য কী?

আব্দুল্লাহ আল মামুন: সুপার স্টারের বৈদ্যুতিক বাতিগুলো শুধু বিদ্যুৎ সাশ্রয়ীই নয়, একই সঙ্গে টেকসই এবং নিরাপদ। সর্বাধুনিক এলইডি প্রযুক্তির ব্যবহারের ফলে দীর্ঘস্থায়ী আলো পাওয়া যায়, যা দীর্ঘ সময় জ্বললেও অতিরিক্ত গরম হয় না। পণ্যের মান নিশ্চিত করতে প্রতিটি বাতি কঠোর গুণগত মান পরীক্ষার মধ্য দিয়ে যায়। সাধারণ বাসাবাড়ির আলোকসজ্জার পাশাপাশি সুপার স্টার এখন প্রফেশনাল লাইটিংয়ের দিকেও বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। আধুনিক সময়ের অন্দরসজ্জা, বাণিজ্যিক, শিল্প খাত ও প্রকল্পভিত্তিক আলোকসজ্জা যেমন শপিং মল, অফিস, গার্মেন্টস, ওয়্যারহাউস, রাস্তাঘাট ও বিশেষ স্থাপনা—এসব জায়গায় টেকসই এবং স্মার্ট আলোর সমাধান দিচ্ছে সুপার স্টার।

প্রশ্ন:

কবে থেকে বৈদ্যুতিক বাতি তৈরি করেন?

আব্দুল্লাহ আল মামুন: সুপার স্টারের যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে, ইনক্যান্ডিসেন্ট বা আইআর বাল্ব দিয়ে। শুরু থেকে প্রতিষ্ঠানটি দেশেই বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বাতি তৈরি শুরু করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এলইডি প্রযুক্তিতে রূপান্তর ঘটিয়ে প্রতিষ্ঠানটি আজ একটি পূর্ণাঙ্গ আলো সমাধানদাতা হিসেবে পরিচিত।

প্রশ্ন:

একজন ক্রেতা কেন সুপার স্টারের বাতি কিনবেন?

আব্দুল্লাহ আল মামুন: বাজারে অনেক ব্র্যান্ড থাকলেও, সুপার স্টারকে বিশেষ করে তোলে এর পণ্যের গুণমান, সহজলভ্যতা এবং বিক্রয়োত্তর সেবা। একজন সচেতন ক্রেতা সুপার স্টারের পণ্য বেছে নেন কারণ—

এটি একটি নির্ভরযোগ্য দেশীয় ব্র্যান্ড। 

পণ্যের মান এবং বিদ্যুৎ সাশ্রয়ে উৎকর্ষতা। 

সাধারণ থেকে প্রফেশনাল—সব ধরনের আলো সমাধানে দক্ষতা।

দেশজুড়ে পরিবেশক এবং সেবাকেন্দ্র। 

দীর্ঘস্থায়ী। 

প্রশ্ন:

বৈদ্যুতিক বাতি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?

আব্দুল্লাহ আল মামুন: সুপার স্টারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ইলেকট্রিক্যাল ও লাইটিং শিল্পে এক অনন্য উচ্চতায় পৌঁছানো। এর অংশ হিসেবে আধুনিক স্মার্ট লাইটিং প্রযুক্তিতে বিনিয়োগ, দেশের বাইরে রপ্তানি বাজারে প্রবেশ এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে দক্ষ জনবল গড়ে তোলা এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সুপার স্টার প্রতিশ্রুতিবদ্ধ। আলোকিত আগামী—এই স্লোগানেই সুপার স্টার প্রতিনিয়ত দেশকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চায়।

আব্দুল্লাহ আল মামুন

হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, এসএসজি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।

জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’

এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স