গাজীপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
Published: 22nd, May 2025 GMT
গাজীপুরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে মহানগরীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত সটকে পড়েন তারা। পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫), মৃত বাবুল শিকদারের ছেলে কানন শিকদার (৫৩) ও একই থানার জামাই বাজার এলাকার খলিলের ছেলে সিদ্দিক (৩০)।
গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলটি হয় ৷ মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
আরো পড়ুন:
আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
ফেনীতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানালেন জামায়াত আমির
দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে এ আহ্বান জানান জামায়াত আমির।
রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির শফিকুর রহমান।
বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।