পিরোজপুরের ইন্দুরকানিতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে পড়েছে। এতে সন্ন্যাসী-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ আছ। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাত ২টার দিকে বাঘার চন্ডিপুর বাজার সংলগ্ন মালবাড়ী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ওই সড়কে সবধরণের যান চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, ব্রিজটিতে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড থাকলেও এ নির্দেশনা কেউ মানেনি। এ সড়কে আরও তিনটি এমন ঝুঁকিপূর্ণ  স্টিলের ব্রিজ আছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে খোলপটুয়া আরওয়ান ব্রিকসএ ট্রাক  বোঝাই করে কয়লা নেওয়ার সময়  ব্রিজ ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়। ট্রাকে ২০ মেট্রিক টন কয়লা ছিল।

চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু জানান, ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে জানানোর চেষ্টা করা হচ্ছে।

আরওয়ান ব্রিকসের মালিক মারুফ বিল্লাহ জানান, খুলনার নওপাড়া থেকে ২০ মেট্রিক টন কয়লা ট্রাকে করে পাঠানো হয়। ব্রিজটি ঝুকিপূর্ণ দেখেও চালক ট্রাক নিয়ে ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। শুক্রবার সকাল সাড় আটটা পযৃন্ত ট্রাকটি উদ্ধারের কোন কার্য়ক্রম শুরু হয়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ব র জট

এছাড়াও পড়ুন:

আরিয়ানের সিরিজে অভিনয় করে বিতর্কে রণবীর, নেপথ্যে কী

আরিয়ান খানের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ মুক্তি পেয়েছে ১৮ সেপ্টেম্বর। প্রথম পরিচালনায়ই হইচই ফেলে দিলেছেন আরিয়ান। ২১ জন তারকার উপস্থিতিতে ভরা এই সিরিজে একের পর এক চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। তবে এখন সবচেয়ে আলোচনায় আছে রণবীর কাপুরের অতিথি চরিত্র, যা আনন্দের চেয়ে বরং বিতর্কের জন্ম দিয়েছে।

রণবীরের সংক্ষিপ্ত দৃশ্য
সিরিজের সপ্তম পর্বে নিজের চরিত্রেই অভিনয় করেছেন রণবীর। সেখানে করণ জোহরের সঙ্গে তাঁর হাস্যরসাত্মক কথোপকথন দর্শকের মনোযোগ কাড়ে। অনায়াস ভঙ্গিতে এসে করণ জোহরের সঙ্গে মজা করেন। ঠিক এরপরই অন্যা সিং অভিনীত চরিত্রের কাছে তিনি ভেপ চান। আর এই ভেপ নেওয়ার মুহূর্তই এখন আইনি জটিলতায় জড়িয়ে ফেলেছে পুরো সিরিজটিকে।

রণবীর কাপুর। এএফপি

সম্পর্কিত নিবন্ধ