‎পিরোজপুরে সেতু ভেঙে খালে পড়েছে কয়লাবোঝাই একটি ট্রাক। সেতু ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এলাকাবাসী। 

শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কের চন্ডিপুর মালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার ভোর ৪টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরের মালবাড়ী এলাকায় প্রায় ২৭ টন কয়লা নিয়ে একটি ট্রাক বেইলি ব্রিজ দিয়ে পার হওয়ার সময় তা ভেঙে খালে পড়ে যায়। এতে ইন্দুরকানী উপজেলার কয়েকটি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে‎ দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। 

‎ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মারুফ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পলাতক আছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎স্থানীয়রা জানিয়েছেন, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ীর এলাকার ওই সেতুটি অনেক নাজুক অবস্থায় ছিল। পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ ছিল।

‎পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেছেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/তাওহিদুল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ঘটন

এছাড়াও পড়ুন:

সার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর জামাল ভূঁইয়া

‘সার্ফ এক্সেল বাংলাদেশ’-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ফুটবল তারকা জামাল ভূঁইয়া। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকায়ো সাকার পথ ধরে তিনিও সার্ফ এক্সেলের মুখ হয়ে উঠলেন।

৩০ বছরের বেশি সময় ধরে সার্ফ এক্সেল ‘দাগ থেকে দারুণ কিছু’, এই বিশ্বাসে অটল। কারণ, দাগ মানে শিশুরা খেলছে, শিখছে এবং নিঃসংকোচে বেড়ে উঠছে পোশাকে দাগ লাগার ভয় ছাড়াই। জামাল ভূঁইয়ার জীবনযাত্রা, যাঁর প্রতিটি ধাপে আছে অক্লান্ত পরিশ্রম ও অদম্য মনোবল—এই ‘প্লে অন’ ভাবনার এক জীবন্ত উদাহরণ।

সার্ফ এক্সেল ও জামাল ভূঁইয়া একসঙ্গে বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে, তারা যেন খেলতে থাকে, শিখতে থাকে এবং কখনো থেমে না যায়।

সম্পর্কিত নিবন্ধ