ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রাম। ফুলপুর পৌর এলাকার এই গ্রামের ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কে গতকাল শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি ঘটেছে। একসঙ্গে এত মানুষের এমন মৃত্যু দেখেননি গ্রামের বৃদ্ধরাও। দুর্ঘটনার পর এলাকাটি আজ শনিবার সকালেও যেন শোকে স্তব্ধ।

আজ সকাল নয়টার দিকে দুর্ঘটনাস্থল কাজিয়াকান্দা গ্রামের ইন্দিরাপাড় এলাকায় নানা বয়সী নারী-পুরুষের ভিড় দেখা যায়। স্থানটির এখানে-সেখানে ছড়িয়ে আছে দুর্ঘটনাকবলিত যানবাহনের ভাঙা কাচের টুকরা ও লোহালক্কড়। এসব দেখে আক্ষেপ করছিলেন তাঁরা। আর পাশেই সরু রাস্তাটি দিয়ে দ্রুতগতিতে চলছিল কয়েকটি যানবাহন। এসব চালককে ধীরে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দা ও কৃষক রুহুল আমিন (৭৮)।

আরও পড়ুনমুহূর্তেই বাস-মাহিন্দ্রার সংঘর্ষ হয়, আহত অবস্থায় সবাই গড়িয়ে নিচের দিকে যাচ্ছিলেন২ ঘণ্টা আগে

গতকালের দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন বলেন, একটি লরি (ট্রাক্টর) নষ্ট হয়ে হালুয়াঘাটমুখী সড়কের একপাশে দাঁড়িয়ে ছিল। সেই লরিকে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় দ্রুতগতির মাহিন্দ্রাটি (অটোরিকশা)। মুহূর্তেই মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়। বিকট শব্দ শুনে দুর্ঘটনাস্থলে দৌড়ে যান তিনিসহ আরও কয়েকজন। সংঘর্ষের পর মাহিন্দ্রাটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে আছড়ে পড়ে। এর ভেতরে থাকা একটি মানুষও নড়াচড়া করতে পারেননি। সবাই একেবারে চিড়েচ্যাপটা হয়ে যান।

এই পর্যায়ে জামাল উদ্দিন (৪০) নামের আরেক বাসিন্দা বলে ওঠেন, ‘দুর্ঘটনার পর দৌড়ে এসে গাড়ির নিচ থেকে মানুষ টাইন্না তুলছি। মানুষগুলো বিকৃত হয়ে গেছিন, সবাই ছিল রক্তাক্ত ও চেপটানো। এত মরণ এই গেরামের মানুষ দেখে নাই।’

আরও পড়ুনময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮৩ ঘণ্টা আগে

দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রাটি ফুলপুর থানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। আজ সকাল ১০টার দিকে সেখানে গিয়ে দেখা যায় ট্রাক্টরের ওপরে তুলে আনা হয়েছে দুমড়েমুচড়ে যাওয়া মাহিন্দ্রাটি। পাশেই দুর্ঘটনাকবলিত বাসটি রাখা। বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে পুড়ে গেছে বাসটির ভেতরের অংশ। এসব যানবাহন দেখছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা ও স্কুলশিক্ষার্থী। এ সময় কথা হয় আবদুর হামিদ নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘মাহিন্দ্রাটির যে অবস্থা হয়েছে, তাতে কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব ছিল না।’

সকাল সাড়ে ১০টার দিকে থানা থেকে ছোট ভাই কাজিম উদ্দিনের মরদেহ (২৮) নিতে আসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ গুড্ডিমারী গ্রামের আবুল কালাম আজাদ। গতকালের দুর্ঘটনার সময় অটোরিকশার যাত্রী ছিলেন কাজিম। আবুল কালাম জানান, কাজিম তিন বছর ধরে হালুয়াঘাটে ইটভাটার খননযন্ত্রচালকের কাজ করতেন। তাঁর এক বছর আট মাস বয়সী একটি ছেলে আছে।

ফুলপুর থানা চত্বরেও দুর্ঘটনাকবলিত যানবাহন ঘিরে উৎসুক জনতা। আজ সকালে তোলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন কবল ত দ র ঘটন র স ঘর ষ

এছাড়াও পড়ুন:

হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে?

পাকিস্তানি মডেল-অভিনেত্রী হানিয়া আমির। পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য যেমন আলোচনায় থাকেন, তেমনি পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবন ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণেও আলোচিত হয়ে থাকেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্ত রয়েছে।

ব্যক্তিগত জীবনে পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া আমির। বেশ আগে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তারা। ফের অসীম আজহারের সঙ্গে নাম জড়ালেন হানিয়া। গুঞ্জন উড়ছে, হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। 

আরো পড়ুন:

বিয়ে, সন্তান—সবকিছুই নিয়তির ব্যাপার: সাবা

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সিজেসিএসসির সৌজন্য সাক্ষাৎ

সম্প্রতি একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে হানিয়া আমির ও অসীম আজহারকে। সেই মুহূর্তের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মূলত, এসব ভিডিও হানিয়া-অসীমের প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে। আসীম তার ২৯তম জন্মদিনের আগে ঝাপসা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, যেখানে হানিয়ার উপস্থিতি রয়েছে বলে অনেকে মনে করেছেন। এটিকে তাদের সম্পর্কের ‘সফট লঞ্চ’ বলে মন্তব্য নেটিজেনদের।

 

গায়ক অসীমের ২৯তম জন্মদিনের ব্যক্তিগত উদযাপনের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হানিয়া ও আসীমকে একই স্থানে দেখা গেছে, যদিও তারা একসঙ্গে ছবি তোলেননি। অন্য একটি ছবিতে দেখা গেছে, তারা একসঙ্গে বসে খাবার খাচ্ছেন বলে মনে হচ্ছে।

কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।”

 

হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হয়েছিলেন হানিয়া আমির। সবকিছু মিলিয়ে নেটেজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • আমার বাবা ফয়েজ আহমেদ ফয়েজের স্মৃতি
  • গরু আর বকের একসঙ্গে চলাফেরা
  • হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে?