দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের সম্মেলন ‘বিপিও সামিট বাংলাদেশ-২০২৫’ শুরু হয়েছে আজ শনিবার। রাজধানীর সেনাপ্রাঙ্গণ ভেন্যুতে আজ ও আগামীকাল দুই দিন ধরে চলবে এই সম্মেলন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বিজনেস প্রমোশন কাউন্সিল যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে।
আজ সকালে মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ‘বিপিও ২.
আদিলুর রহমান খান বলেন, ‘কৃষি আর শিল্প খাতে আমাদের অর্থনীতি আর আটকে নেই। ডিজিটাল খাতে প্রযুক্তিনির্ভর শিল্প খাত ও অর্থনীতির বিকাশ ঘটছে। প্রযুক্তিখাতনির্ভর বিশাল একটি মানবসম্পদ ক্ষেত্র বাংলাদেশে তৈরি হচ্ছে, আমাদের সরকার সে বিষয়ে কাজ করছে। আমরা স্মার্ট নগর পরিকল্পনা, আইটি পার্ক স্থাপনসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করছি। বিপিও সামিটের মাধ্যমে দেশের অর্থনীতির জন্য আমরা নতুন কী করতে পারি, তার অনেক কৌশল সম্পর্কে আলোচনার সুযোগ তৈরি হবে।’
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমরা এখন একটি রূপান্তরমূলক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কোভিড–পরবর্তী সময়ে সারা বিশ্বের প্রযুক্তি খাতে আমূল পরিবর্তন এসেছে। আমাদের দেশে প্রযুক্তি খাতকে সেই পরিবর্তনকে মানিয়ে দ্রুত এগোতে হবে। এখনকার নয়া বাস্তবতা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার নানা প্রযুক্তি। বিপিওসহ প্রযুক্তি খাত–সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যদি এআইকে গ্রহণ না করে, তাহলে নতুন চ্যালঞ্জে তৈরি হবে। সরকার ও সমাজের ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই। আগামী কয়েক বছরের মধ্যে আমাদের প্রযুক্তি খাতে আরও কর্মসংস্থান হবে। দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা ও কার্যকর নীতি প্রয়োগের মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।’
বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, এখনকার প্রযুক্তি দুনিয়া বেশ দ্রুত পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তন মাথায় রেখে বিপিও খাতে কর্মসংস্থান গড়ার সুযোগ বাড়ছে। আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এবারের সম্মেলনে ৩০টি দেশি ও আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বা বিপিও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে সামিটে। সম্মেলনে তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে দেশ–বিদেশের প্রযুক্তি–বিশ্লেষক, বিপিও–বিশেষজ্ঞ, দেশি–বিদেশি প্রতিষ্ঠান নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করছে। তথ্যপ্রযুক্তি সেবা ক্রেতা প্রতিষ্ঠানগুলো ও আন্তর্জাতিক খ্যাতনামা বিশেষজ্ঞরা দুই দিনের আয়োজনে অংশ নিচ্ছেন। সম্মেলনে তরুণদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। এক্সপেরিয়েন্স জোনে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চ্যুয়াল রিয়েলিটি, ড্রোন, সাবমেরিন, রোবটসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে এই সম্মেলনে বিশেষ একটি চাকরির মেলা আয়োজন করা হয়েছে। আগ্রহী তরুণদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
সম্মেলনে কৌশলগত অংশীদার হিসেবে থাকছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ও টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের বিপক্ষে ফারুকি, নাজাত আর গুলবদিনকে বাদ দিল আফগানিস্তান
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলে জায়গা হয়নি বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং অলরাউন্ডার গুলবদিন নাইব ও করিম জানাতের।
এশিয়া কাপ শেষ হওয়ার পর আগামী ২ অক্টোবর আরব আমিরাতে শুরু হবে দুই দলের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।
এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আফগানিস্তান আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তরুণদের সুযোগ দিয়েছে। ফারুকির জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বশির আহমদকে। ২০ বছর বয়সী এই ক্রিকেটারের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। ঘরোয়া ক্রিকেটে ১৪টি টি-টোয়েন্টি খেলে ৯.০৬ ইকোনমি রেটে ১২টি উইকেট নিয়েছেন বশির।
নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে এসেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ওয়াফি উল্লাহ তারখিলও। ১৮ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি শপাগিজা ক্রিকেট লিগে নজর কেড়েছেন। সেখানে তিনি ৯ ইনিংসে ৩৭.২৫ গড় এবং ১৫৫.২০ স্ট্রাইক রেটে ২৯৮ রান করেন, যা লিগের তৃতীয় সর্বোচ্চ।
এ ছাড়া দলে ফেরানো হয়েছে পেসার আবদুল্লাহ আহমদজাই। তিনি অবশ্য এশিয়া কাপের রিজার্ভ দলে ছিলেন। এর বাইরে রহস্য স্পিনার আল্লাহ গজনফরকে ওয়ানডে দলে রাখা হলেও তাঁকে টি-টোয়েন্টিতে রাখা হয়নি। সেখানে থাকবেন রিজার্ভ হিসেবে।
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ ছয় মাসের বিরতি শেষে আমরা এখন টি-টোয়েন্টিতে ব্যস্ত মৌসুম শুরু করতে যাচ্ছি। এই সুযোগ আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে দারুণভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। ২০২৫ সালের এশিয়া কাপে আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু উত্থান-পতন খেলারই অংশ। আমরা আশা করি, আফগানরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং আমাদের দেশকে গর্বিত করবে।’
আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজায় তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর আবুধাবিতে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর।
এবারের এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তান দুই দলই গ্রুপ ‘বি’-তে খেলেছে। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৮ রানে আফগানিস্তানকে হারায়।
আফগানিস্তান টি-টোয়েন্টি দলরশিদ খান (অধিনায়ক), ইবরাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, ওয়াফি উল্লাহ তারখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরফুদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রেহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ: আল্লাহ গজনফর, রহমত শাহ।আফগানিস্তান ওয়ানডে দলহাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটি, আল্লাহ গজনফর, আবদুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি। রিজার্ভ: বিলাল সামি, ফরিদুন দাউদজাই।