নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আড়াই ঘণ্টার ব্যবধানে দুজন খুন
Published: 22nd, June 2025 GMT
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তার ও অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধের জেরে আড়াই ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বিএনপির দুই পক্ষের মধ্যে চলমান বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার সিরাজদৌল্লাহ্ ক্লাব মাঠের সামনে প্রতিপক্ষের হামলায় নিহত হন মেহেদী হাসান (৩০)। তিনি বন্দর উপজেলার সালেহনগর এলাকার বাসিন্দা জমির মুন্সীর ছেলে। এর আগে রাত ৯টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় আবদুল কুদ্দুস (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর রেললাইন এলাকার একটি অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে কয়েক দিন ধরে সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের অনুসারী বাবু-মেহেদী এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসারের অনুসারী রনি-জাফর পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ বিরোধের জেরে গত শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হন। গতকাল রাতে জাফর পক্ষের সমর্থক পারভেজের বাবা আবদুল কুদ্দুসকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।
পুলিশ জানায়, এ হত্যার প্রতিশোধ নিতে রাত সাড়ে ১১টার দিকে বন্দর সিরাজদৌল্লাহ্ ক্লাব মাঠের সামনে মেহেদী ও তাঁর লোকজনকে ধাওয়া করে ধরে ফেলেন রনি-জাফর পক্ষের লোকজন। তাঁরা মেহেদীকে পিটুনি দেন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে কুদ্দুস ও মেহেদী নামের দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুননারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা৪ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক ন দ র কর
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে মামুন মাহমুদের উদ্যোগে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে সোনারগাঁয়ে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১২শ’ রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এতে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ, চশমা সরবরাহ করা হচ্ছে। এছাড়াও ডায়াবেটিস, রক্তের গ্রুপ, ডেঙ্গু টেস্ট করা হয়েছে।
এর আগের ৭টি ফ্রী মেডিকেল ক্যাম্পে ১৬ হাজারের বেশী রোগীর এসব সেবা গত ১৮ দিনে দেওয়া হয়েছে বলে ক্যাম্প পরিচালনায় সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করতে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমি এই এলাকায় এমপি-মন্ত্রী হতে আসিনি। মানুষের সেবা করতে এসেছি। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে সেবার মাধ্যমে তার প্রচারণা করতে এসেছি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী সামসুল ইসলাম এর সভাপতিত্বে এসময়ে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি ডাক্তার মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ওবায়দুর রহমান এবং ধ্রুবতারা যুব সংঘের সভাপতি কাজী নাজমুল ইসলাম লিটু।
উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মৃধা প্রমূখ। সভা শেষে তিনি রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।