প্রধানমন্ত্রিত্ব মেয়াদ, উচ্চকক্ষ ও এনসিসি, ‘একই প্যাকেজে’ আলোচনা চায় বিএনপি
Published: 22nd, June 2025 GMT
প্রধানমন্ত্রিত্বের মেয়াদের সঙ্গে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) এবং সংসদের উচ্চকক্ষ গঠিত হলে তার কাজ কী হবে, এসব বিষয় ‘একই প্যাকেজে’ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে বিএনপি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে আজ রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে দলের এ অবস্থানের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘অন্ততপক্ষে এনসিসি ও উচ্চকক্ষের বিষয়টি প্রধানমন্ত্রিত্বের মেয়াদের সঙ্গে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে এলে সুবিধা হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী দুই দিন (রাজনৈতিক দলের নেতারা) দলের মধ্যে আলোচনা করে যার যার দলীয় অবস্থান কমিশনের পরবর্তী সভায় সিদ্ধান্ত আকারে জানাবেন। তারপর আলোচনা করে প্রধানমন্ত্রিত্বের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।
এর আগে আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনের আলোচনা শুরু হয়। বিকেল পাঁচটার দিকে এ দিনের আলোচনা শেষে রাজনৈতিক দলগুলো আলাদাভাবে সংবাদ ব্রিফিং করে।
একজন ব্যক্তি কয় মেয়াদে বা কত বছর প্রধানমন্ত্রী হতে পারবেন, এ বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিভিন্ন ব্যাখ্যা এসেছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানান সালাহউদ্দিন আহমদ।
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলে প্রস্তাব দিয়েছি; কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে। পরপর একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, সেটা ঠিক। পরপর দুই মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি একই দল বা জোট ম্যান্ডেট পায়, তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন। এটাও যৌক্তিক ব্যাখ্যা।’
ঐকমত্য কমিশনের আলোচনায় নিজের করা প্রস্তাবের বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি প্রস্তাব করেছিলাম, আমরা কয় মেয়াদ এবং কয় বার—এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি তাঁর জীবনে কত বছরের জন্য প্রধানমন্ত্রিত্বে বহাল থাকতে পারবেন। তিন মেয়াদে হোক, চার মেয়াদে হোক, সর্বোচ্চ বছর উল্লেখ করতে পারলে, (যেমন:) একজন লোক তাঁর জীবনে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমি নির্দিষ্ট বছর উল্লেখ করিনি, তার কারণ সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে আমার নেই। যদি হাউস একটা মেয়াদ বিষয়ে সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে আমাকে দলীয় ফোরামে আলোচনা করতে হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘উচ্চকক্ষে প্রোপরশনেট নির্বাচনের কথা বলা আছে। তখন উচ্চকক্ষে একটা সাধারণ বিল পাস করতে গেলে ৫০ শতাংশ সমর্থন লাগবে। সংবিধান সংশোধন করতে হলে দুই-তৃতীয়াংশ সমর্থন লাগবে। তখন কেউ কোনো দিন দুই-তৃতীয়াংশ সমর্থন পাবে না। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে। রাষ্ট্রপতির ক্ষমতা আইনে নির্ধারণ করা যেতে পারে। সে ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর মেয়াদ এবং স্থায়িত্বের বিষয়টি জড়িত।’
সংবিধানের মূলনীতি বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘হাউসে যাঁরা আলোচনা করেছেন, তাঁদের মধ্যে কেউ পঞ্চদশ সংশোধনীতে যেভাবে আছে, সেটার পক্ষে। আমরা স্পষ্টতই বলেছি, এই সংশোধনী হাইকোর্টে যেভাবে চ্যালেঞ্জড হয়েছে, আমরা এর পুরো অংশ বিলুপ্তি চেয়েছি। হাইকোর্টের কিছু কিছু সিদ্ধান্ত দিয়েছেন এবং পরবর্তী নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিয়েছেন। কাজেই সেটা সংসদে সিদ্ধান্ত হবে, সেটাই স্বাভাবিক।’
বিএনপি পঞ্চম সংশোধনীতে বহাল থাকতে চায় উল্লেখ করে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সেখানে বিসমিল্লাহির রাহমানির রাহিম আছে, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস আছে। সেখানে ধর্মনিরপেক্ষতা নেই। তার সঙ্গে আমরা ম্যান্ডেটপ্রাপ্ত হলে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্রকে যোগ করব।’ এখনো এসব বিষয় চূড়ান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রস্তাবগুলো বললাম। যদি জাতীয় ঐকমত্যে না আসা যায়, ঐকমত্য কমিশনের পক্ষে এসব বিষয়ে ঐকমত্য হয়েছে—এমনটি বলা যাচ্ছে না।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতি আমাদের কাছে অনেক বেশি আশা করে। আমরা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারা দিন আলোচনা করে রাজনীতিবিদেরা একটা জায়গায় না আসতে পারলে সেটা হতাশাব্যঞ্জক হবে। আমি এখনো হতাশা ব্যক্ত করতে চাই না। আমি আহ্বান করব, আমরা যেন এসব বিষয়ে ন্যূনতম ঐকমত্যে আসতে পারি। তাহলে রাজনীতিবিদদের ওপর মানুষের আস্থা বাড়বে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ল হউদ দ ন আহমদ ব প রস ত ব প রব ন সদস য ব এনপ
এছাড়াও পড়ুন:
‘জাতীয় ইস্যুতে সর্বদলীয় ঐকমত্য জরুরি’
ভাষাবিদ ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী বলছেন, “দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক দলকে নিয়ে ঐকমত্য গঠন করা অতীব জরুরি।”
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তৃতায় একথা জানান।
নিজামী তার বক্তব্যে বলেন, “জাতীয় নিরাপত্তা ও নির্বাচন দুইটিই দেশের ভবিষ্যতের দিক নির্ধারণ করে। দেশের কল্যাণে জনগণের দাবি পূরণে সর্বস্তরের মানুষের মানবিক আচরণ প্রয়োজন। সরকারের কাজ হলো জাতিকে সঠিক পথ দেখানো, আর জনগণের কর্তব্য সেই পথ অনুসরণ করা। কিন্তু বর্তমানে সরকার ও জনগণের মধ্যে দূরত্ব বেড়ে গেছে- এটি কারো কাম্য নয়।”
তিনি বলেন, “এই পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ইস্যুতে সর্বদলীয় ঐকমত্য প্রয়োজন। জাতীয় সংলাপই তার অন্যতম প্রেক্ষাপট।”
অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব বি এম এরশাদ বলেন, “নাগরিক নিরাপত্তা ও আসন্ন নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন নির্বাচনকে গণদাবি হিসেবে দেখা হলেও নাগরিকের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান অস্থায়ী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। তিনি যোগ করেছেন যে বৈষম্যরোধ, বাকস্বাধীনতা এবং স্বাধীন মত প্রকাশের নিশ্চয়তা প্রদান করাই সুষ্ঠু প্রক্রিয়ার ভিত্তি।”
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম সরওয়ার বলেন, “দেশের সংকটময় সময়ে ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া উন্নয়ন ও কল্যাণমুখী ভবিষ্যত নির্মাণ সম্ভব নয়। তাই জাতীয় নিরাপত্তা ও আগামী নির্বাচনকে সফল করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।”
ঢাকা/এএএম/এস