নবাবগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সাবিনা গ্রেপ্তার
Published: 23rd, June 2025 GMT
ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তারকে (তুহিন) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজধানীর মিরপুরসহ বিভিন্ন থানায় সাবিনা আক্তারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়। এর পর থেকে তিনি নবাবগঞ্জে আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল নবাবগঞ্জ থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে গ্রেপ্তারের সময় সাবিনা আক্তার ফেসবুক লাইভে অভিযোগ করেন, পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করে ভাঙচুর করছে।
আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা বলেন, সাবিনা আক্তারের বোন হালিমা আক্তার ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আরেক বোন মামনী ভূঁইয়া ছিলেন জেলা পরিষদের সদস্য। তাঁদের বিরুদ্ধে তদবিরবাণিজ্য ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবিনা আক্তার নবাবগঞ্জে গোপনে তৎপরতা চালাচ্ছিলেন। ডিবির পরিদর্শক নজরুল ইসলাম বলেন, সাবেক এমপি সাবিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
সব সময় সুস্থ থাকতে সহজ এই ৫টি অভ্যাস চর্চা করুন
১. মনোযোগের চর্চা
আজকের পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জ মানসিক চাপ। এই চাপ সামলাতে কাজে দেবে মনোযোগের চর্চা। অতীত বা বর্তমান নিয়ে অতিরিক্ত ভেবে সত্যিকার অর্থে কোনো লাভ হয় না। তবু দুশ্চিন্তার জাল ছিঁড়ে বেরোতে পারেন না অনেকেই।
ধ্যানে বসতে পারল নিঃসন্দেহেই দারুণ ব্যাপার। তবে এর মানে এই নয় যে সুস্থ থাকতে হলে আয়োজন করে ধ্যানে বসতেই হবে। আপনি চাইলে শ্বাসের ব্যায়ামও করতে পারেন।
প্রকৃতির নানান উপাদানের সৌন্দর্য খুঁজে নেওয়ার মাধ্যমেও হয় মনোযোগের চর্চা। প্রতিদিন সে সুযোগ না পেলে প্রকৃতির শব্দও শুনতে পারেন ঘরে বসে। প্রযুক্তির কল্যাণে কাজটা এখন খুব একটা কঠিন নয়।
সুস্থ থাকতে আপনাকে রোজ অন্তত সাত ঘণ্টা ঘুমাতেই হবে