ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তারকে (তুহিন) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজধানীর মিরপুরসহ বিভিন্ন থানায় সাবিনা আক্তারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়। এর পর থেকে তিনি নবাবগঞ্জে আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল নবাবগঞ্জ থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এদিকে গ্রেপ্তারের সময় সাবিনা আক্তার ফেসবুক লাইভে অভিযোগ করেন, পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করে ভাঙচুর করছে।

আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা বলেন, সাবিনা আক্তারের বোন হালিমা আক্তার ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আরেক বোন মামনী ভূঁইয়া ছিলেন জেলা পরিষদের সদস্য। তাঁদের বিরুদ্ধে তদবিরবাণিজ্য ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবিনা আক্তার নবাবগঞ্জে গোপনে তৎপরতা চালাচ্ছিলেন। ডিবির পরিদর্শক নজরুল ইসলাম বলেন, সাবেক এমপি সাবিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে রনির উদ্যোগে খাল পরিষ্কার 

ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে লালপুর, পৌষা পুকুরপাড়, টাগারপাড়, পুলিশ লাইন, ইসদাইর, বুড়ির দোকান, সস্তাপুর, মাসদাইর, শিয়াচর লালখা, ও কুতুবপুরের প্রায় গোটা এলাকা কোমরসমান পানিতে ডুবে আছে।

অলি-গলিতে এমন দৃশ্য, যেন বড় ধরনের বন্যা চলছে। কেউ কাজে যাচ্ছেন ভ্যানে, কেউবা নৌকা বেয়ে। এই পরিস্থিতির প্রতিবাদে লালপুর ও আলামিন বাগ টাগারপাড়,ইসদাইর সহনআশোশ এলাকার ভুক্তভোগী বাসিন্দারা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। তাদের একটাই দাবি, জলাবদ্ধতার স্থায়ী সমাধান। 

প্রসঙ্গত, ডিএনডি প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১,৩০০ কোটি টাকার কাজ শেষ হলেও প্রকল্পের বাইরে রয়ে গেছে বিশাল অংশ, আর খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এর সুফলও পাওয়া যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগের সংবাদে  নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি নিজে এলাকায় যান। তিনি সরেজমিনে খালগুলোর বেহাল অবস্থা দেখে নিজস্ব উদ্যোগে ২৪ ঘণ্টার মধ্যে ভেকু মেশিন দিয়ে খাল পরিষ্কারের কাজ করার ব্যবস্থা করেন।

তার এই উদ্যোগে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, অন্তত কিছুটা হলেও পানি নিষ্কাশনের পথ খুলবে এবং দীর্ঘদিনের সমস্যার সমাধান মিলবে।
 

সম্পর্কিত নিবন্ধ