রাজধানীতে ডিবির অভিযানে সাবেক দুই সংসদ সদস্যসহ সাতজন গ্রেপ্তার
Published: 23rd, June 2025 GMT
রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ছিলেন।
ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকে তেজগাঁও থানার মণিপুরিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনও গ্রেপ্তার হয়েছেন। ভোররাতে ঢাকার নবাবগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগ।
এ ছাড়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মো.
ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাও এই অভিযানে গ্রেপ্তার হন। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহায়াবকে কলাবাগান এলাকা থেকে, ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে রাত দুইটার দিকে মিরপুর এলাকা থেকে এবং রাত দেড়টার দিকে ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক জাকির হোসেন আলীকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার পরিকল্পনায় সক্রিয় ছিলেন এবং সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিলেন। এঁদের কারও কারও বিরুদ্ধে আগেই মামলা ছিল, আবার কয়েকজনের বিরুদ্ধে নতুন মামলা প্রক্রিয়াধীন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর আওয় ম
এছাড়াও পড়ুন:
মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন
দেশ ও জাতির অহংকার, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৬শে জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী'কে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া'কে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর ১১ সদস্য এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান নারায়ণগঞ্জ জেলা কমান্ডের এই এডহক কমিটি ঘোষণা করেন।
এডহক কমিটিতে সদস্য হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী।
সংশ্লিষ্টরা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে।
কমিটি গঠনের খবর জেলায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি করেছে। তাঁদের আশা, সংগঠনটি এই কমিটির নেতৃত্বের মাধ্যমে আবারও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।