আওয়ামীলীগের নৈরাজ্যর প্রতিবাদে শহরে জামায়াতের বিক্ষোভ মিছিল
Published: 23rd, June 2025 GMT
আওয়ামীলীগের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী। সোমবার (২৩ জুন) সকালে শহরের নবাব সলিমুল্লাহ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে চাষাঢ়া এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, পতিত স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও তাদের পেতাত্বারা এখনো দেশে ঘাপটি মেরে বসে আছে। আমি প্রশাসনকে বলবো আপনারা অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন। নাহলে জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।
তিনি আরও বলেন, শান্তি প্রিয় দেশে আর কেউ অস্থিতিশীল তৈরি করতে চাইলে দেশের জনগণ আর ছাড় দিবেনা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, হাফেজ আবদুল মোমিন থানা আমীরসহ শত শত স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
নির্বাচনী সিলসহ গাজীপুরের ৫ বস্তা এনআইডি কার্ড ফতুল্লায় উদ্ধার
ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় গাজীপুর জেলার পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং নির্বাচনী সিল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি দ্রুত স্টেডিয়ামের সামনে এসে বস্তাগুলো ফেলে যায়। স্থানীয়রা প্রথমে ময়লার বস্তা ভেবে গুরুত্ব না দিলেও পরিষ্কার বস্তা দেখে সন্দেহ হয়। পরে বস্তাগুলো খুলে ভেতরে প্রচুর এনআইডি কার্ড ও নির্বাচনী সরঞ্জাম দেখতে পান তারা।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু বলেন, "আমি ওই এলাকায় একটি স’মিলের কাজ করছি এবং অনেক দিন ধরে এখানে ময়লা না ফেলার জন্য প্রচারণা চালাচ্ছি। হঠাৎ দেখি সাদা একটি গাড়ি এসে কয়েকটি বস্তা ফেলে যায়। আমার লোকজন গিয়ে দেখে সেখানে এনআইডি কার্ড ও পোলিং অফিসারের কার্ড রয়েছে। পরে পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করে।"
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্ডগুলো জব্দ করে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, "পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।"
নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, “উদ্ধার হওয়া সব কার্ড গাজীপুর সদর এলাকার। এগুলো আমাদের এখানকার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্ডগুলো পুরনো এবং পরিত্যক্ত। এগুলো স্মার্টকার্ড নয়। কীভাবে নারায়ণগঞ্জে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।”
বর্তমানে উদ্ধার হওয়া সব এনআইডি কার্ড এবং নির্বাচনী সরঞ্জাম নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের অফিসে রাখা হয়েছে।