নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে ১৪৭টি রাজনৈতিক দল। রোববার নতুন রাজনৈতিক দলের আবেদন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত  আবেদন জমা দিয়েছে দলগুলো। সোমবার ইসির জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে। আবেদনকারী রাজনৈতিক দলের তালিকাও প্রকাশ করা হয়।

ইসি জানিয়েছে, প্রথম দফায় আবেদনের সময়সীমা ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছিল। বর্ধিত সময়সীমা ২২ শে জুন পর্যন্ত আরও ৮২টি দল আবেদন জমা দেয়। এ নিয়ে মোট আবেদনকারী দলের সংখ্যা দাঁড়ায়১৪৭টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে নির্বাচন কমিশন। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল। এরপর এনসিপিসহ ৪৬টি দলের আবেদনের প্রেক্ষিতে দলের নিবন্ধন আবেদনের সময়সীমা ২ মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হয়েছে রোববার।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। সম্প্রতি নিবন্ধন স্থগিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। আর আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ইসিতে যারা আবেদন করেছে: রোববার শেষ দিনে নতুন দল জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অর্ধশতাধিক দল নিবন্ধনের আবেদন করেছে। এছাড়া আবেদনকারী দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি, নতুন ধারা বাংলাদেশ (এনডিবি), বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি, জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি), ‎ গণদল, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা), বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি), বাংলাদেশ সমতা পার্টি;  বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ সিটিজেন পার্ট, ইসলামী ঐক্যজোট,  নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, বাংলাদেশ গণবিপ্লবী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাষানী ন্যাপ), বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন, জনতার দল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল),  বাংলাদেশ নাগরিক পার্টি (বিসিপি), জাতীয় ন্যায়বিচার পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ জনজোট পার্টি বাজপা) ইত্যাদি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইস র জন ত ক দল ন বন ধ ন র জন

এছাড়াও পড়ুন:

সব সময় সুস্থ থাকতে সহজ এই ৫টি অভ্যাস চর্চা করুন

১. মনোযোগের চর্চা

আজকের পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জ মানসিক চাপ। এই চাপ সামলাতে কাজে দেবে মনোযোগের চর্চা। অতীত বা বর্তমান নিয়ে অতিরিক্ত ভেবে সত্যিকার অর্থে কোনো লাভ হয় না। তবু দুশ্চিন্তার জাল ছিঁড়ে বেরোতে পারেন না অনেকেই।
ধ্যানে বসতে পারল নিঃসন্দেহেই দারুণ ব্যাপার। তবে এর মানে এই নয় যে সুস্থ থাকতে হলে আয়োজন করে ধ্যানে বসতেই হবে। আপনি চাইলে শ্বাসের ব্যায়ামও করতে পারেন।

প্রকৃতির নানান উপাদানের সৌন্দর্য খুঁজে নেওয়ার মাধ্যমেও হয় মনোযোগের চর্চা। প্রতিদিন সে সুযোগ না পেলে প্রকৃতির শব্দও শুনতে পারেন ঘরে বসে। প্রযুক্তির কল্যাণে কাজটা এখন খুব একটা কঠিন নয়।

সুস্থ থাকতে আপনাকে রোজ অন্তত সাত ঘণ্টা ঘুমাতেই হবে

সম্পর্কিত নিবন্ধ