কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে মোশাররফের এইচএসসি পরীক্ষা অনিশ্চিত
Published: 24th, June 2025 GMT
কুড়িগ্রামের রাজিবপুরে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করেও ফরম পূরণ না হওয়ায় পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে মোশাররফ হোসেন নামে এক শিক্ষার্থীর। পরে ওই ছাত্রের কাছ থেকে আবারও অতিরিক্ত টাকা নিয়ে ফরম পূরণের আশ্বাস দিয়েছেন কলেজ কতৃপক্ষ।
এদিকে চলতি মাসের ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবার কথা।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম শুরু করে কলেজ কর্তৃপক্ষ। ফি নির্ধারণ করা হয় ২ হাজার ৩৬৫ টাকা। শিক্ষার্থী মোশাররফ হোসেন ওই টাকা পরিশোধ করলেও তার ফরম পূরণ হয়নি।
মোশাররফ হোসেন বলেন, ‘‘আমরা ছয় বন্ধু একসাথে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা জমা দিয়ে রশিদ কলেজে জমা দেই। আমাদের কাছে থাকা দুটি রশিদ কলেজের সহকারী অফিস সহায়ক মো.
তিনি বলেন, ‘‘সবাইকে অ্যাডমিট কার্ড দেওয়া হলেও আমারটা পাওয়া যায়নি। পরে শিক্ষকরা খতিয়ে দেখে জানান, আমার ফরম পূরণই হয়নি। আমাকে জানানো হয়, এবার পরীক্ষা দেওয়া সম্ভব নয়, পরবর্তী বছর পরীক্ষায় অংশ নিতে হবে। তবুও আমি কলেজে বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষা করি। পরে শাজাহান স্যার আমাকে ডেকে বলেন, ফরম পূরণ করতে চাইলে ৫ হাজার টাকা লাগবে।’’
মোশাররফ আরও বলেন, ‘‘আমার কাছে টাকা না থাকায় একজন বড় ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে কলেজের কম্পিউটার অপারেটর মনোয়ার হোসেনের কাছে টাকা জমা দেই।’’
বিষয়টি স্বীকার করে কলেজের কম্পিউটার অপারেটর মনোয়ার হোসেন বলেন, ‘‘মিস ফরম ফিলাপের জন্য ৫ হাজার টাকা নিয়েছি। রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিমুদ্দিনের মাধ্যমে ফরম পূরণ করিয়ে দেবেন বলে জানান তিনি।’’
এ বিষয়ে সহকারী অফিস সহায়ক মো. শাজাহান বলেন, ‘‘ভুলবশত ফরম পূরণ হয়নি। কলেজের ফান্ডে টাকা না থাকায় সাময়িকভাবে মোশাররফের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পরবর্তীতে ৫ হাজার টাকা ফেরত দেওয়া হবে।’’
তিনি বলেন, ‘‘এই টাকা কলেজ থেকেই ফেরত দেওয়া হবে, আমরা শুধু সমস্যা সমাধানের জন্য তার কাছ থেকে নিয়েছি।’’
কলেজ কর্তৃপক্ষের এমন গাফিলতিতে হতাশা প্রকাশ করে আরেক পরীক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘‘স্যারদের দায়িত্বে অবহেলার কারণে মোশাররফের ফরম পূরণ হয়নি। এখন তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা চাই, দ্রুত তার ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হোক। একইসাথে দোষীদের শাস্তির দাবি জানাই, কারণ এদের মতো অসচেতনদের কারণে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়।’’
এ বিষয়ে রাজীবপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুল কাদের বলেন, ‘‘কোন কারণে হয়তো তার ফরম পূরণটি মিস্টেক হয়েছে। পরে বিষয়টি জানার পর বোর্ডে টাকা পাঠানো হয়েছে। আশা করছি সে পরীক্ষা দিতে পারবে।’’
ঢাকা/বাদশাহ্/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম শ ররফ কল জ র পর ক ষ ন বল ন
এছাড়াও পড়ুন:
অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি
কয়েকদিন ধরেই লিওনেল মেসির শারীরিক অবস্থা ঘিরে দুশ্চিন্তার মেঘ জমছিল মায়ামির আকাশে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। ইনজুরির কারণে ইন্টার মায়ামির পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকাকে।
আগামীকাল শুক্রবার ভোরে লিগস কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি ও পুমাস উনাম। ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে। তবে ম্যাচ শুরুর আগেই হতাশার খবর দিয়েছে ক্লাবটি। মেসির পেশির চোট এখনো সেরে না ওঠায় তাকে রাখা হয়নি দলের স্কোয়াডে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো।
মাশচেরানো বলেন, ‘‘মেসি আগামীকালের ম্যাচে খেলবে না, এটা নিশ্চিত। তবে আমরা এখনো তার পুনর্বাসন প্রক্রিয়ার দিকে নজর রাখছি। মেডিকেল টিম যা পরামর্শ দিচ্ছে, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
আরো পড়ুন:
ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি
ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি
মেসি কবে ফিরতে পারবেন সে প্রশ্নে ধোঁয়াশাই রয়ে গেছে। কোচ জানিয়েছেন, যদিও এটি গুরুতর চোট নয়। তারপরও সেরে উঠতে কত সময় লাগবে। তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। “মেসি সাধারণত দ্রুত ফিরে আসে। তার সঙ্গে কথা হয়েছে, সে আত্মবিশ্বাসী। আমরা চাই, সে পুরোপুরি ফিট হয়ে ফিরুক,” যোগ করেন মাশচেরানো।
লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মিশনে ছিলেন মেসি। মাত্র ৭ মিনিটেই ড্রিবলিং করে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান নেকাক্সার দুই ডিফেন্ডার—রাউল সানচেজ ও আলেক্সিস পেনা। তাদের ট্যাকলে মাটিতে পড়ে যান মেসি। উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু পারেননি। মাত্র ১১ মিনিটেই তাকে মাঠ ছাড়তে হয়।
মেসির অল্প সময়ের উপস্থিতিতেই ম্যাচটি রোমাঞ্চকর হয়ে উঠেছিল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। এরপর ট্রাইব্রেকারে ৫-৪ গোলে জয় তুলে নেয় মায়ামি। ফলে নিয়ম অনুযায়ী তারা পায় ২ পয়েন্ট। এর আগের ম্যাচে তারা অ্যাটলাসকে হারিয়েছিল ২-১ গোলে। সব মিলিয়ে লিগস কাপে ২ ম্যাচ থেকে এখন পর্যন্ত ইন্টার মায়ামির সংগ্রহ ৫ পয়েন্ট।
ইন্টার মায়ামি ভক্তদের জন্য এটি দুঃসংবাদ বটে। তবে আশার কথা হলো— মেসির চোট গুরুতর নয় এবং ক্লাবের আশা তিনি দ্রুতই ফিরে আসবেন মাঠে।
ঢাকা/আমিনুল