বাগমারায় বাক্প্রতিবন্ধী পথশিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
Published: 24th, June 2025 GMT
রাজশাহীর বাগমারা উপজেলায় আট বছর বয়সী বাক্প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার তাহেরপুর কলেজের পাশে একটি বাগান থেকে শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়নি। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। এ ছাড়া আগামীকাল বুধবার দুটি সংগঠন প্রতিবাদ সভার ডাক দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে শিশুটি তাহেরপুর কলেজের পাশে একটি বাগানে কান্না করছিল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। কিন্তু শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘শিশুটিকে ওসিসিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা খুবই নাজুক। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’
স্বজন ও স্থানীয় লোকজন জানান, ভুক্তভোগী শিশুটির বাবাও মানসিক প্রতিবন্ধী। মা–বাবার মধ্যে ছাড়াছাড়ির পর শিশুটি বাবার কাছে থাকত। কিন্তু বাবা দ্বিতীয় বিয়ের পর তাহেরপুর বাজারের বিভিন্ন জায়গায় পথশিশু হিসেবে ঘুরে বেড়ায়। লোকজনের দেওয়া খাবার খেত এবং বাজারে ঘুমাত। গতকাল রাতে তাহেরপুর কলেজ এলাকায় শুয়ে ছিল। সেখান থেকে তুলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে দুর্বৃত্তরা।
শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এস এম আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বলেন, বিকৃত মস্তিষ্কের লোকজনই শিশুটিকে ধর্ষণ করেছে। তিনি তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি বলেন, শিশুটির বাবা মানসিক প্রতিবন্ধী হওয়ায় সে আদর যত্ন পায় না। সৎমা–ও তেমন দেখাশোনা করেন না। এ জন্য পথে পথে ঘুরে বেড়াত।
এদিকে প্রতিবন্ধী পথশিশুকে ধর্ষণের প্রতিবাদে আজ বিকেলে তাহেরপুর হরিতলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। বৃষ্টির মধ্যে বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। তাঁরা ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুটিকে গতকাল গভীর রাতে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। শিশুটি এখন ভালো আছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছে। রক্তমাখা পোশাকসহ আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। এখনো শিশুটির পরিবার অভিযোগ দেয়নি। পুলিশ তদন্ত করছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তুহিন হত্যার বিচার চাইলেন ফরিদপুরের সাংবাদিকরা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সহ-সভাপতি ও জিটিভির ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেন, সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের ফরিদপুর প্রতিনিধি আশরাফুজ্জান দুলাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, দপ্তর সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির মাসুদুর রহমান তরুণ এবং প্রবীণ সাংবাদিক শফিকুল ইসলাম মনি।
আরো পড়ুন:
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তি দাবি
উত্তরবঙ্গের মহাসড়ক বন্ধের হুঁশিয়ারি রবি শিক্ষার্থীদের
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তুহিন হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
ঢাকা/তামিম/মাসুদ