মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইশরাক হোসেন। সেখানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

‘ফ্যাসিস্টের দোসররা’ এই হামলা চালিয়েছে অভিযোগ করে ইশরাক হোসেন বলেন, যখন নাগরিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়, তখন থেকেই প্রতিপক্ষরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা শুরু করে। সব বাধা অতিক্রম করে সেবা চালু করা হয়। এরপর গত দুদিন সুন্দরভাবে সেবা কার্যক্রম অব্যাহত থাকায় নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। এটি প্রতিপক্ষ সহ্য করতে না পেরে নতুন কায়দায় নিজেদের চক্রান্ত বাস্তবায়ন করার চেষ্টা করেছে।

আন্দোলনে যাঁরা সামনের সারিতে ছিলেন, তাঁদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, এটা করে তাঁরা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছেন। একদিকে তাঁর নাম ব্যবহার করে একটি সুষ্ঠু সেবার পরিবেশ বিনষ্ট করে জনমনে আতঙ্ক তৈরি করা, অন্যদিকে আন্দোলনকারীদের ন্যক্কারজনক হামলার মাধ্যমে একটি বার্তা দেওয়া, যাতে তারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দেলনে না আসে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তা গোলাম কিবরিয়া ও আরিফুজ্জামান প্রিন্সের নেতৃত্বে নগর ভবনে হামলা চালানো হয়েছে। তাঁদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তিনি বলেন, এঁরা আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী।

তবে এই দুই কর্মকর্তার বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গোলাম কিবরিয়া ১৯৯৪ সালে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বৃহত্তর সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ছাত্রজীবনে তিনি বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনের অন্তত ১০টি পদে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুননগর ভবনে ইশরাকের ‘বিরোধী’ পক্ষ সন্দেহে পিটুনি, ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি৭ ঘণ্টা আগে

আর আরিফুজ্জামান বৃহত্তর সূত্রাপুর থানা ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদকসহ বিএনপিপন্থী সংগঠনের একাধিক পদে ছিলেন। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে বিএনপির নেতা-কর্মী ও সিটি করপোরেশনের কিছু কর্মচারীর আন্দোলনে প্রায় দেড় মাস নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ ছিল। টানা ৪০ দিন বন্ধ থাকার পর গতকাল খুলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন।

আরও পড়ুন৪০ দিন পর খুলল ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবন, আংশিক চালু সেবা২৩ জুন ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইশর ক হ স ন নগর ভবন ব এনপ

এছাড়াও পড়ুন:

ক্ষমতা নয়, জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচনের কথা বলছি: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “আমি ক্ষমতার জন্য কথা বলছি না বা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। এ রাষ্ট্রের মালিক হচ্ছে দেশের জনগণ। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, তাদের দেশের মানুষের মুখের ভাষা বুঝতে হবে। এই দেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। এ দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল বাংলাদেশ চায়।”

সোমবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। যে বাংলাদেশে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।”

আরো পড়ুন:

হিট প্রকল্পে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের বাদ দেওয়ার অভিযোগ 

‘অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে’

তিনি আরো বলেন, “বিগত দিনে এ টাঙ্গাইল ছিল সন্ত্রাসীদের। টাঙ্গাইলের অনেক মানুষকে সন্ত্রাসীরা হত্যা করেছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদের দোসররা আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা নিরাপদ গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ চাই। জনগণের জন্য যারা কাজ করবে, সবাই মিলে এ রকম একটি সরকার চাই।”

এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক রাশেদুল আলম।

অনুষ্ঠানে চার জন সাংবাদিক ও বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ২০ জন অসহায় মানুষকে হুইল চেয়ার প্রদান করা হয়।

ঢাকা/কাওছার/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষমতা নয়, জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচনের কথা বলছি: টুকু
  • দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, সে জন্য ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
  • ‘সব ভুলে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে’  
  • জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি: শামীম হায়দার পাটোয়ারী