নিউ ইর্য়কের ডেমোক্র্যাট ‘চমক’ ৩৩ বছরের মামদানি
Published: 25th, June 2025 GMT
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য চকম হয়ে এসেছে একটি নাম। সেই নামটি হলো জোহরান মামদানি। ৩৩ বছর বয়সি এই মুসলিম তরুণ নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার পথে রয়েছেন। দলীয় প্রাইমারি ভোটে তিনি বিজয়ী হয়েছেন।
ভারতীয় বংশোদ্ভূত মামদানি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্র কুয়োমোকে। পরাজয় স্বীকার করে মামদানিকে শুভেচ্ছা জানিয়ে কুয়োমো বলেছেন, “আজ রাত তার, সে-ই এটার যোগ; সে জিতেছে।”
স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি ভোটের ফলাফল ঘোষণা করা হয়। বুধবার সকালে এক্সে (সাবেক টুইটার) সমর্থকদের উদ্দেশে মামদানি লেখেন, “নেলসন ম্যান্ডেলার কথায়, ‘এটা সবসময়ই অসম্ভব মনে হয়, যতক্ষণ না সেটা সম্ভব হয়ে ওঠে। বন্ধুরা, সেটা সম্ভব হয়েছে। আর আপনারাই সেটা করেছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী হতে পেরে আমি সম্মানিত।”
আরো পড়ুন:
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাল ব্রিকস
হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি: মার্কিন গোয়েন্দা তথ্য
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, মামদানি পেয়েছেন ৪৩ দশমকি ৫ শতাংশ ভোট, যেখানে কুয়োমো পেয়েছেন ৩৬ দশমিক ৪ শতাংশ। কুইন্স, ব্রুকলিন ও ম্যানহাটনের বেশিরভাগ জায়গায় মামদানি বড় জয় পেয়েছেন, আর কুয়োমো জিতেছেন ব্রঙ্কস ও স্টেটেন আইল্যান্ডে।
প্রাইমারি নির্বাচনের আগে মামদানি তুলনামূলকভাবে অপরিচিত ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর জাতীয় রাজনীতিতে চলমান অস্থিরতার সময় নিজেকে ‘ডেমোক্রেটিক সোশ্যালিস্ট’ হিসেবে উপস্থাপন করে জনপ্রিয়তা অর্জন করেন।
তার গল্প অনেকটা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজের মতো, যিনি ২০১৮ সালে নিউ ইয়র্কের কংগ্রেসনাল নির্বাচনে চমকপ্রদ জয়ের মাধ্যমে মার্কিন রাজনীতিতে পরিচিত হয়ে ওঠেন। তবে এই প্রাইমারি নির্বাচন এখনো শেষ হয়নি।
নিউ ইয়র্কের প্রাইমারি ভোটিং প্রক্রিয়ায় ভোটাররা তাদের পছন্দের শীর্ষ পাঁচজন প্রার্থীকে র্যাংক করতে পারেন। তাই যারা মামদানিকে প্রথম পছন্দ হিসেবে ভোট দেননি, তাদের ভোটও আগামী কয়েক দিনে গণনা করা হবে।
বার্তা সংস্থা এপির মতে, মামদানির অন্যান্য প্রার্থীদের সঙ্গে কৌশলগত জোট গঠনের ফলে তিনি সম্ভবত ৫০ শতাংশের গণ্ডি পেরিয়ে যাবেন।
নিউ ইয়র্ক সিটি ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে মামদানিকে ঘিরে সম্ভাবনা জোরদার হচ্ছে যে, তিনি শহরের প্রথম এশীয় বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম মেয়র হবেন; যদি তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে নির্বাচনে হারাতে পারেন।
অ্যাডামস এবার একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আর রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন কার্টিস স্লিওয়া।
মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডায়, ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে এবং ছোটবেলায় যুক্তরাষ্ট্রে চলে আসেন। তার মা মীরা নায়ার একজন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আর তার উগান্ডায় জন্ম নেওয়া বাবা মাহমুদ মামদানি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। মামদানির দাদা ভারতীয়।
ফিলিস্তিনি আন্দোলনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় নিউ ইয়র্কের কিছু মানুষ তার বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ তোলেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের গাজার যুদ্ধকে সমর্থন করা নিয়ে সমালোচনামুখর প্রগতিশীল ও তরুণ ভোটারদের সমর্থন লাভ করেন।
‘আন্তর্জাতিক আইন রক্ষার দায়িত্ব’
নিউ ইয়র্কে ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী রয়েছে, পাশাপাশি এখানে একটি উল্লেখযোগ্য মুসলিম জনগোষ্ঠীও বাস করে। তাই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিউ ইয়র্ক সিটি নির্বাচনেও ভোটারদের মধ্যে বিশেষ প্রভাব ফেলবে।
ডেমোক্র্যাট প্রাইমারি ভোটের কয়েকদিন আগে স্টিফেন কোলবার্টের টেলিভিশন অনুষ্ঠান দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট-এ এসব বিষয়ে সরাসরি কথা বলেন মামদানি।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কৌতুকশিল্পী কোলবার্টের প্রশ্নের জবাবে মামদানি বলেন, তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকারের সঙ্গে একমত। তবে একই সঙ্গে তিনি বলেন, “আন্তর্জাতিক আইন রক্ষা করার দায়িত্বও তাদের রয়েছে।”
তিনি যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনার কথা স্বীকার করে নিউ ইয়র্কে একটি কমিউনিটি সেফটি ডিপার্টমেন্ট গঠনের প্রস্তাব দেন এবং ঘৃণামূলক অপরাধ প্রতিরোধ কার্যক্রমের বাজেট ৮০০ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
মামদানির প্রচারে নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত সমস্যাগুলোকেও গুরুত্ব দেওয়া হয়, যেমন ভাড়ার হার কমিয়ে আনা, ফ্রি বাস সার্ভিস এবং সিটি করপোরেশনের মালিকানাধীন মুদি দোকান চালুর প্রতিশ্রুতি।
৬৭ বছর বয়সি অ্যান্ড্রু কুয়োমো শুরুতে মূলধারার প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন কিন্তু তার প্রচার ঘিরে নানা বিতর্ক মামদানিকে অতিরিক্ত সুবিধা এনে দেয়।
২০২১ সালে যৌন অসদাচরণের অভিযোগে কুয়োমোকে নিউ ইয়র্কের গভর্নরের পদ থেকে সরে দাঁড়াতে হয়। আর তার মেয়র পদে প্রার্থী হওয়াকে অনেকে তার ভাবমূর্তি পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবে দেখেছেন।
তবে নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ২৫ মিলিয়ন ডলারের সুপার প্যাক (স্বতন্ত্র ব্যয়ভিত্তিক রাজনৈতিক কমিটি) এবং সাবেক মেয়র ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গের মতো প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন সত্ত্বেও কুয়োমো তার পুরোনো কেলেঙ্কারির ছাপ মুছতে পারেননি।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র র ন উ ইয়র ক ম মদ ন ক
এছাড়াও পড়ুন:
টের স্টেগেনের অধিনায়কত্ব কেড়ে নিল বার্সা, নতুন অধিনায়ক কে
ঝামেলার শুরুটা করেছিলেন মার্ক–আন্দ্রে টের স্টেগেন।
চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে বার্সেলোনার জার্মান গোলকিপার। বার্সেলোনা চেয়েছিল, লা লিগার চোট–বদলি নিয়মের অধীনে নতুন গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু টের স্টেগেন সাফ জানিয়ে দেন, নিজের চিকিৎসা–সংক্রান্ত কোনো তথ্য তিনি লা লিগার কাছে দেবেন না। এতে গত জুনে এস্পানিওল থেকে আনা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিয়ে বার্সার পরিকল্পনা আর এগোয়নি।
আরও পড়ুনবিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের কে কত গোল করেছেন, ট্রফি জিতেছেন কে বেশি১ ঘণ্টা আগেএবার পাল্টা শাস্তিমূলক ব্যবস্থা নিল বার্সা। গতকাল টের স্টেগেনের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছে কাতালান ক্লাবটি। এ নিয়ে বার্সার বিবৃতিতে বলা হয়, ‘মার্ক–আন্দ্রে টের স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরুর পর এবং বিষয়টি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত পরিচালক পর্ষদ ও কোচিং স্টাফের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ক্লাব সাময়িকভাবে তাকে মূল দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ এ সময়টায় বর্তমান সহ–অধিনায়ক রোনালদ আরাউহো প্রথম অধিনায়কের দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানিয়েছে বার্সেলোনা।
হাঁটুর চোটে গত মৌসুমে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন টের স্টেগেন। গত মাসের শেষ দিকে পিঠে অস্ত্রোপচার হয়। তখন জানানো হয়, অন্তত তিন মাস বাইরে থাকতে হবে ৩৩ বছর বয়সী ফুটবলারকে। লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন, তাহলে তাঁর বার্ষিক বেতনের ৮০ শতাংশ বেতন বাবদ ক্লাবের মোট খরচের হিসাব থেকে বাদ দেওয়া যাবে।
লা লিগার নিয়ম অনুযায়ী, সব দলকে বেতন সীমা নীতি মেনে চলতে হয়। টের স্টেগেন বার্সায় সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একজন। তাঁর বেতনের ৮০ শতাংশ হিসাব থেকে বাদ দিতে পারলে ক্লাবটির জন্য বেতন সীমা নীতি মেনে অন্য একাধিক খেলোয়াড় নিবন্ধন করানোর পথটা সহজ হয়ে যায়।
আরও পড়ুনচীন সফর বাতিল করে অক্টোবর ও নভেম্বরে যাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা৫ ঘণ্টা আগেবার্সা চেয়েছিল, টের স্টেগেনের বেতনের কিছু অংশ ব্যবহার করে চোট–বদলি নিয়মে একজন গোলকিপার লা লিগায় নিবন্ধন করাতে। কিন্তু ঝামেলা হলো, চোট-বদলির নিয়ম ব্যবহার করতে হলে আগে চোট পাওয়া খেলোয়াড়ের লিখিত সম্মতি লাগে। এতে তাঁর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পর্যালোচনা করতে পারে লা লিগা। কিন্তু টের স্টেগেন এই তথ্য দিতে রাজি না হওয়ায় চোট–বদলি নিয়ম কাজে লাগাতে পারবে না বার্সা। আর এখন বার্সেলোনার যা আর্থিক অবস্থা, টের স্টেগেনের বেতনের বড় অংশ হিসাব থেকে বাদ দিতে না পারলে লিগে তারা নতুন কোনো খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে না। টের স্টেগেন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি মাত্র তিন মাস মাঠের বাইরে থাকবেন। লা লিগার নিয়ম অনুযায়ী, অন্তত চার মাস মাঠের বাইরে থাকলে সেটাকে দীর্ঘমেয়াদি চোট হিসেবে বিবেচনা করা হবে।
টের স্টেগেনের সঙ্গে বার্সার এই ঝামেলা ক্লাবটির আর্থিকভাবে ভোগান্তিরও একটি উদাহরণ। কয়েক বছর ধরেই আর্থিক সমস্যায় ভুগে নতুন খেলোয়াড় সই করানো নিয়ে লড়াই করতে হচ্ছে বার্সাকে।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে নতুন আনা গোলরক্ষক গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে ভালো ঝামেলায় পড়বেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ইনাকি পেনা এখন দলে একমাত্র ফিট গোলকিপার, যিনি লিগে নিবন্ধিত। আরেক গোলকিপার ভয়েচেক সেজনিরও নিবন্ধন বাকি।