প্রতিবছর ২৭ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) দিবস। বিশ্ব অর্থনীতিতে এসএমই খাতের অপরিসীম অবদানের স্বীকৃতি দানের পাশাপাশি এ খাতের চ্যালেঞ্জগুলো তুলে ধরতে এ দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে জাতিসংঘ। ২০১৭ সালে প্রথম পালিত হয় দিনটি। বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প দিবস ২০২৫-এর প্রতিপাদ্য—টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের চালিকা শক্তি হিসেবে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) ভূমিকা জোরদারকরণ।

২০১৭ সালের ৬ এপ্রিল এ/আরইএস/৭১/২৭৯ প্রস্তাবনার আলোকে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৭ জুন তারিখটিকে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস হিসেবে ঘোষণা করে। এ ক্ষেত্রে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০’ অর্জনের ব্যাপারটি মূল ভাবনা হিসেবে কাজ করেছিল। এ প্রস্তাবনা তৈরি এবং সেই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘের সদস্যদেশগুলোর সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর স্মল বিজনেস (আইসিএসবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আইসিএসবি দীর্ঘদিন ধরেই এসএমই খাতের গুরুত্ব তুলে ধরার জন্য একটি আন্তর্জাতিক দিবসের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিল এবং তাদের প্রচেষ্টার ফলেই মূলত এটি সম্ভব হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের ১১ মে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল চেম্বারে আইসিএসবি একটি ‘এমএসএমইএস নলেজ সামিট’ আয়োজন করে। এই আয়োজন বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবসের বৈশ্বিক ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ