কারখানা সম্প্রসারণে ২১ কোটি টাকার জমি কিনছে অলিম্পিক
Published: 30th, June 2025 GMT
ভবিষ্যতে কারখানা সম্প্রসারণে গাজীপুর ও নারায়ণগঞ্জে ৭০২ ডেসিমেলের বেশি জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে সবচেয়ে বেশি জমি কেনা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে। গতকাল রোববার জমিতে বিনিয়োগের এ তথ্য শেয়ারধারীদের জানানো হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের জানিয়েছে, তারা গাজীপুরের কালীগঞ্জে ৬৬৮ ডেসিমেল জমি কিনবে। তাতে খরচ হবে ২০ কোটি টাকা। এর বাইরে নারায়ণগঞ্জের কাঁচপুরে সাড়ে ৩৩ ডেসিমেল জমি কিনবে। কাঁচপুরে এ জমি কিনতে কোম্পানিটি বিনিয়োগ করবে ১ কোটি ১৭ লাখ টাকার বেশি। আলাদাভাবে চার ভাগে এসব জমি কেনা হবে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামেই এসব জমি কেনার কথা জানিয়েছে কোম্পানিটি। ভিন্ন ভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এসব জমি কেনা হবে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দেশের বিস্কুট ও কনফেকশনারি খাতের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। এনার্জি, এনার্জি প্লাস, নাটি, টিপসহ বাজারে প্রতিষ্ঠানটির নানা ব্র্যান্ডের বিস্কুট রয়েছে। এ ছাড়া বাজারে বহুল প্রচলিত পালস ব্র্যান্ডের ক্যান্ডিসহ নানা কনফেকশনারি পণ্য রয়েছে প্রতিষ্ঠানটির। ১৯৮৯ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, প্রায় ২০০ কোটি টাকার মূলধনি এ কোম্পানির শেয়ারের সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬। গত মে মাস শেষে কোম্পানিটির শেয়ারের ৩২ শতাংশ উদ্যোক্তা–পরিচালকদের হাতে, ৩৪ শতাংশ বিদেশি বিনিয়োগকারীর হাতে, ২১ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ১৩ শতাংশ ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৩–২৪ অর্থবছরে কোম্পানিটি প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে। সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর কোম্পানিটি এ সময়ে মুনাফা করেছে ১৮৩ কোটি টাকা। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) কোম্পানিটি ব্যবসা করেছে ২ হাজার ১৪৩ কোটি টাকার। তার বিপরীতে এ সময়ে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর কোম্পানিটি মুনাফা করেছে প্রায় ১৫৯ কোটি টাকা। এর মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) কোম্পানিটি ব্যবসা করেছে প্রায় ৬৫৩ কোটি টাকার। এর বিপরীতে নিট মুনাফা করে প্রায় ৪৩ কোটি টাকা।
এদিকে কারখানা সম্প্রসারণে জমিতে বিনিয়োগের ঘোষণার দিনে ঢাকার বাজারে গতকাল রোববার কোম্পানিটির শেয়ারের দাম আড়াই টাকা বা প্রায় ২ শতাংশ বেড়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৫২ টাকায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অল ম প ক
এছাড়াও পড়ুন:
হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে শয্যাসংকট দেখা দিয়েছে। শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতাল ও শহরের মণ্ডলপাড়ায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ও ডেঙ্গু ওয়ার্ডের শয্যার দ্বিগুণ রোগী ভর্তি আছেন। শয্যা না পাওয়ায় অনেকে করিডর ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।
শহরের নলুয়াপাড়া এলাকার মুদিদোকানি ইয়াকুব হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। শয্যা না পেয়ে হাসপাতালে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। ইয়াকুবের স্ত্রী আছিয়া বেগম প্রথম আলোকে জানান, শয্যা না থাকায় মেঝেতে কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে।
সদর উপজেলার ফতুল্লার গেদ্দার বাজার এলাকার ডেঙ্গু রোগী সেলিম মিয়াও শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, চার দিন ধরে তাঁর জ্বর, মাথাব্যথা ও বমি হচ্ছে। নিরুপায় হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গরমের কারণে মেঝেতে থাকা কঠিন হয়ে পড়েছে।
সেপ্টেম্বর মাসে আগস্ট মাসের তুলনায় দ্বিগুণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে জানান নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ নার্স শিবলী আক্তার। তাঁর ভাষ্য, জেলার বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু রোগীরা আসছেন, তবে শহরের রোগীর সংখ্যাই বেশি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন মুশিউর রহমান প্রথম আলোকে জানান, ডেঙ্গু পরিস্থিতি অন্য সময়ের তুলনায় খারাপ। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে ওয়ার্ডগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড়