ভবিষ্যতে কারখানা সম্প্রসারণে গাজীপুর ও নারায়ণগঞ্জে ৭০২ ডেসিমেলের বেশি জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে সবচেয়ে বেশি জমি কেনা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে। গতকাল রোববার জমিতে বিনিয়োগের এ তথ্য শেয়ারধারীদের জানানো হয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের জানিয়েছে, তারা গাজীপুরের কালীগঞ্জে ৬৬৮ ডেসিমেল জমি কিনবে। তাতে খরচ হবে ২০ কোটি টাকা। এর বাইরে নারায়ণগঞ্জের কাঁচপুরে সাড়ে ৩৩ ডেসিমেল জমি কিনবে। কাঁচপুরে এ জমি কিনতে কোম্পানিটি বিনিয়োগ করবে ১ কোটি ১৭ লাখ টাকার বেশি। আলাদাভাবে চার ভাগে এসব জমি কেনা হবে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামেই এসব জমি কেনার কথা জানিয়েছে কোম্পানিটি। ভিন্ন ভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এসব জমি কেনা হবে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দেশের বিস্কুট ও কনফেকশনারি খাতের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। এনার্জি, এনার্জি প্লাস, নাটি, টিপসহ বাজারে প্রতিষ্ঠানটির নানা ব্র্যান্ডের বিস্কুট রয়েছে। এ ছাড়া বাজারে বহুল প্রচলিত পালস ব্র্যান্ডের ক্যান্ডিসহ নানা কনফেকশনারি পণ্য রয়েছে প্রতিষ্ঠানটির। ১৯৮৯ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, প্রায় ২০০ কোটি টাকার মূলধনি এ কোম্পানির শেয়ারের সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬। গত মে মাস শেষে কোম্পানিটির শেয়ারের ৩২ শতাংশ উদ্যোক্তা–পরিচালকদের হাতে, ৩৪ শতাংশ বিদেশি বিনিয়োগকারীর হাতে, ২১ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ১৩ শতাংশ ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৩–২৪ অর্থবছরে কোম্পানিটি প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে। সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর কোম্পানিটি এ সময়ে মুনাফা করেছে ১৮৩ কোটি টাকা। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) কোম্পানিটি ব্যবসা করেছে ২ হাজার ১৪৩ কোটি টাকার। তার বিপরীতে এ সময়ে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর কোম্পানিটি মুনাফা করেছে প্রায় ১৫৯ কোটি টাকা। এর মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) কোম্পানিটি ব্যবসা করেছে প্রায় ৬৫৩ কোটি টাকার। এর বিপরীতে নিট মুনাফা করে প্রায় ৪৩ কোটি টাকা।

এদিকে কারখানা সম্প্রসারণে জমিতে বিনিয়োগের ঘোষণার দিনে ঢাকার বাজারে গতকাল রোববার কোম্পানিটির শেয়ারের দাম আড়াই টাকা বা প্রায় ২ শতাংশ বেড়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৫২ টাকায়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অল ম প ক

এছাড়াও পড়ুন:

র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায় র‍্যাবের গোয়েন্দা দল। অভিযানের বিষয়টি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন জাহিদ ও তাঁর সহযোগীরা। এতে পাশের বাড়ির এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকেলে মাসদাইর গাইবান্ধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ গৃহবধূর নাম জবা আক্তার (২২)। তিনি গাইবান্ধা বাজার এলাকার ভাড়াটিয়া মো. রহিম উদ্দিনের স্ত্রী। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গতকাল শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় কৃষক দলের নেতা পারভেজের ওপর হামলা ও গুলি চালান সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগীরা। এ ঘটনার পর জাহিদকে ধরতে তৎপরতা শুরু করে র‍্যাব-১১। আজ বিকেলে মাসদাইর গাইবান্ধা বাজার এলাকায় র‍্যাবের গোয়েন্দা দলের সোর্স যান। বিষয়টি বুঝতে পেরে জাহিদ ও তাঁর সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান। এতে পাশের বাড়িতে রান্না করার সময় এক নারী গুলিবিদ্ধ হন।

গৃহবধূর স্বামী মো. রহিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী বাড়িতে রান্না করছিলেন। হঠাৎ একটি গুলি এসে তাঁর বুকে লাগে। খবর পেয়ে তিনিসহ আশপাশের লোকজন তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যোগাযোগ করা হলে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগীদের বিষয়ে খোঁজখবর নিতে র‍্যাবের সোর্স সেখানে যান। র‍্যাবের অভিযানকারী দল পৌঁছানোর আগেই সন্ত্রাসী জাহিদ ও তাঁর সহযোগী এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান। এ ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ত্রাসী জাহিদ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • ওয়েস্টিন ও শেরাটনের ব্যবসা বেড়েছে 
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • নভেম্বরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৮ হাজার কোটি টাকা 
  • সরবরাহ বাড়ছে শীতের আগাম ফুলকপি ও বাঁধাকপির, কমছে দাম
  • সামিট অ্যালায়েন্স পোর্টের ব্যবসা বেড়ে তিন গুণ
  • তিন মাসে ওয়ালটনের মুনাফা ২২১ কোটি টাকা
  • সাগর থেকে মাছ আহরণ বাংলাদেশের কমছে, ভারত-মিয়ানমারে বাড়ছে
  • পে স্কেল হচ্ছে না, কী হওয়া দরকার ছিল