জুলাই অভ্যুত্থানে শহীদ আরো ১০ জনের নামে গেজেট
Published: 1st, July 2025 GMT
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরো ১০ জনের নাম সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৩০ জুন) প্রকাশিত এই তালিকায় বিভিন্ন জেলার শহীদদের নাম, গেজেট নম্বর, চিকিৎসা সংক্রান্ত কেস আইডি, বাবা নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে।
চলতি বছরের ১৫ জানুয়ারি সরকার প্রথম ধাপে ৮৩৪ জন শহীদের নামের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল। নতুন ১০ জন যুক্ত হওয়ায় এখন শহীদের মোট সংখ্যা দাঁড়াল ৮৪৪ জনে।
নতুন গেজেট অনুযায়ী, ঢাকার ৪ জন, কুড়িগ্রাম, শরীয়তপুর, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর ও বাগেরহাট জেলার একজন করে শহীদ হিসেবে স্বীকৃত হয়েছেন।
আরো পড়ুন:
আবু সাঈদের কবর জিয়ারত করে এনসিপির জুলাই পদযাত্রা শুরু
জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন: প্রধান উপদেষ্টা
সরকার শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছে।
২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন দমন-পীড়নের মুখে গণআন্দোলনে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সহিংস দমন-পীড়নের মুখে বহু শিক্ষার্থী ও নাগরিক প্রাণ হারান। আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় গত বছরের ৫ আগস্ট, যখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন।
ঢাকা/এএএম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন
এছাড়াও পড়ুন:
জুলাই শহীদদের তালিকায় আরও ১০ জনের নাম
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকায় আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। হালনাগাদ তালিকাটি গতকাল সোমবার গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে সরকারি গেজেট অনুযায়ী, এই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা দাঁড়াল ৮৪৪।
প্রকাশিত গেজেটে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই–যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫–এর সংশ্লিষ্ট ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী গণ-অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনজুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এর শহীদদের গেজেট প্রকাশ১৬ জানুয়ারি ২০২৫প্রকাশিত গেজেট অনুযায়ী, নতুন করে তালিকাভুক্ত হওয়া ১০ শহীদ হলেন—কুড়িগ্রামের মো. রফিকুল ইসলাম, শরীয়তপুরের নড়িয়ার বাঁধন, ঢাকার পূর্ব সেনপাড়া পর্বতা এলাকার কবির, যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীর মো. নাসির হোসেন, দনিয়ার মো. নুর হোসেন ও উত্তর কুতুবখালীর মো. আসলাম, চট্টগ্রামের ডবলমুরিংয়ের মো. হাছান, নোয়াখালীর সোনাইমুড়ীর ইয়াছিন, যশোর সদরের আ. আজীজ এবং বাগেরহাটের মোরেলগঞ্জের মো. নুরু বেপারী।
আরও পড়ুনজুলাই গণ–অভ্যুত্থান: আহতদের তালিকায় ভুয়া নাম, বাদ পড়ছেন ২৫ জন১০ জুন ২০২৫