জুলাই অভ্যুত্থানে শহীদ আরো ১০ জনের নামে গেজেট
Published: 1st, July 2025 GMT
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরো ১০ জনের নাম সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৩০ জুন) প্রকাশিত এই তালিকায় বিভিন্ন জেলার শহীদদের নাম, গেজেট নম্বর, চিকিৎসা সংক্রান্ত কেস আইডি, বাবা নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে।
চলতি বছরের ১৫ জানুয়ারি সরকার প্রথম ধাপে ৮৩৪ জন শহীদের নামের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল। নতুন ১০ জন যুক্ত হওয়ায় এখন শহীদের মোট সংখ্যা দাঁড়াল ৮৪৪ জনে।
নতুন গেজেট অনুযায়ী, ঢাকার ৪ জন, কুড়িগ্রাম, শরীয়তপুর, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর ও বাগেরহাট জেলার একজন করে শহীদ হিসেবে স্বীকৃত হয়েছেন।
আরো পড়ুন:
আবু সাঈদের কবর জিয়ারত করে এনসিপির জুলাই পদযাত্রা শুরু
জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন: প্রধান উপদেষ্টা
সরকার শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছে।
২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন দমন-পীড়নের মুখে গণআন্দোলনে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সহিংস দমন-পীড়নের মুখে বহু শিক্ষার্থী ও নাগরিক প্রাণ হারান। আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় গত বছরের ৫ আগস্ট, যখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন।
ঢাকা/এএএম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন
এছাড়াও পড়ুন:
৪৭তম বিসিএসে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখক দেবে পিএসসি
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখক নিয়োগ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস-২০২৪ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব প্রতিবন্ধী প্রার্থীর পরীক্ষায় শ্রুতিলেখক প্রয়োজন, তাঁদের আগামী ২০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে হবে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় অফিস চলাকালে।
আবেদনের সঙ্গে অনলাইন আবেদনপত্র (BPSC Form-1), সাম্প্রতিক তোলা দুই কপি সত্যায়িত ছবি, সমাজসেবা অধিদপ্তরের সনদপত্রের সত্যায়িত কপি এবং সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধিতা সংক্রান্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সিভিল সার্জন এ প্রত্যয়নপত্র দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় বা নিজ দায়িত্বে প্রার্থীকে পরীক্ষা করে।
পিএসসি সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না। পরীক্ষায় শুধুমাত্র পিএসসি অনুমোদিত শ্রুতিলেখক ব্যবহার করা যাবে।
এক নজরে
পরীক্ষা: ৪৭তম বিসিএস-২০২৪ প্রিলিমিনারি
পরীক্ষার তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৫
শ্রুতিলেখক চাহিদা জানিয়ে আবেদন করার শেষ সময়: ২০ আগস্ট ২০২৫
আবেদনের ঠিকানা: পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), পিএসসি সচিবালয়, আগারগাঁও, ঢাকা
প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইন আবেদনপত্র, ২ কপি ছবি, সমাজসেবা অধিদপ্তরের সনদ, সিভিল সার্জনের প্রত্যয়নপত্র