৫০০ কোটি রুপি আয় করা আমিরের ৪ সিনেমা
Published: 2nd, July 2025 GMT
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ১৯৭৩ সালে শিশুশিল্পী হিসেবে বলিউড সিনেমায় অভিনয় করেন। ১৯৮৮ সালে প্রথম কেন্দ্রীয় চরিত্রে তার অভিষেক ঘটে। তারপর জল অনেক গড়িয়েছে। অভিনয় ক্যারিয়ারে অনেক প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।
২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন আমির খান। ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণায় চমকে যান তার ভক্তরা। এক বছর বিরতি নিয়ে ‘সিতারে জমিন পার’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরেন আমির। গত ২০ জুন সিনেমাটি দিয়ে প্রেক্ষাগৃহে ফিরেছেন এই তারকা। মুক্তির ১১ দিনে সিনেমাটি আয় করেছে ২০২ কোটি রুপি।
আমির অভিনীত অসংখ্য সিনেমার মধ্যে চারটি ৫০০ কোটি রুপির ক্লাব পেরিয়েছে। এই চার সিনেমা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন—
আরো পড়ুন:
‘কেউ হৃদয় ভাঙলে আলমারি পরিষ্কার করি’
নারীরা তাদের স্বামীদের জন্য বিপজ্জনক হতে পারেন, সম্পর্কের বিবর্তন নিয়ে অনুপম
ধুম থ্রি
বিজয় কৃষ্ণা আচার্য পরিচালিত আলোচিত সিনেমা ‘ধুম থ্রি’। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন আমির খান। মূলত, সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্র রূপায়ন করেন— আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘ধুম থ্রি’ সিনেমা ২০১৩ সালের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বক্স অফিসে সিনেমাটি আয় করে ৫৫৮ কোটি রুপি।
পিকে
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে নিয়ে রাজকুমার হিরানি নির্মাণ করেন আলোচিত সিনেমা ‘পিকে’। ধর্মকে যারা নিজের স্বার্থে ব্যবহার করে, ‘পিকে’ তাদের গালে কড়া থাপ্পড় দিয়েছিল। ভিনগ্রহবাসীর চরিত্রে আমিরের সাবলীল ও বিশ্বাসযোগ্য অভিনয় মুগ্ধ করে দর্শকদের। বলা যায়, আমির ছাড়া যেন এ চরিত্রের জন্য আর কেউই পারফেক্ট নন। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে সুপারডুপার হিট হয়। সিনেমাটি আয় করে ৭৯২ কোটি রুপি।
দঙ্গল
আমির খান অভিনীত ও বহুল আলোচিত বলিউড সিনেমা ‘দঙ্গল’। ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনী নিয়ে এটি নির্মাণ করেন নীতেশ তিওয়ারি। এ সিনেমায় মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করেন আমির খান। তার দুই কন্যা গীতা ফোগাত ও ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেন ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর ভারতের ৪ হাজার ৩০০ ও ভারতের বাইরের বিভিন্ন দেশে প্রায় ১ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এটি নির্মাণে ব্যয় হয় ৭০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১৯৭০ বা ২০৭০ কোটি রুপি।
সিক্রেট সুপারস্টার
ইনসিয়া মালিক নামে এক কিশোরীর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সিক্রেট সুপারস্টার’। সাধারণ একটি পরিবারে বেড়ে ওঠা ইনসিয়া বড় বড় স্বপ্ন বুনে চলে। বাবা-মা, ভাই, দাদিকে নিয়ে ভারতের ছোট একটি শহরে তার বসবাস। পড়াশোনার পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের ইনসিয়া তার মাকে ঘরের কাজেও সাহায্য করে। সাধারণ পরিবারের সন্তান হয়েও গায়িকা হওয়ার অসাধারণ স্বপ্ন দেখে সে। মাত্র ৬ বছর বয়সে গিটার বাজানো শেখে। একপর্যায়ে ইনসিয়া তার স্বপ্নপূরণ করে। মেয়ের স্বপ্নপূরণে গোপনে এগিয়ে আসে তার মা। এই ইনসিয়া চরিত্রে অভিনয় করেছেন জাইরা ওয়াসিম। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মেহের ভিজ, আমির খান, রাজ অর্জুন প্রমুখ। অদ্বৈত চন্দন নির্মিত সিনেমাটি ২০১৭ সালের ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি আয় করে ৯১২.
তথ্যসূত্র: স্যাকনিল্ক
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম র খ ন আম র খ ন ন আম র চর ত র ইনস য়
এছাড়াও পড়ুন:
৫৩-তে পৌঁছালেন জয়া আহসান
জয়া আহসানের নামের পাশে লেখা আছে—গেরিলা, দেবী, জিরো ডিগ্রী থেকে তাণ্ডব, উৎসবের মতো সিনেমার নাম। শুধুতে ঢাকাই চলচ্চিত্রেই তিনি সরব তা কিন্তু নয় ওপার বাংলার বিসর্জন, বিজয়া, রাজকাহিনী, অর্ধাঙ্গিনী, ক্রিসক্রস, দশম অবতার-এর নায়িকা তিনি। বলছি জয়া আহসানের কথা। আজ তার জন্মদিন। শুভজন্মদিন জয়া আহসান।
উইকিপিডিয়ার তথ্য, ১৯৭২ সালের ১ লা জুলাই জন্মগ্রহন করেছেন জয়া আহসান। হিসাব অনুযায়ী ৫৩তে পৌঁছালেন নায়িকা। যদিও জন্মসাল নিয়ে দ্বিমত আছে। জয়া আহসান একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার জন্ম ১৯৮৩ সালে।
মডেলিং দিয়ে যাত্রা শুরু জয়ার। এরপর নাটক ও সিনেমায় কাজ করে প্রতিটি ধাপে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। ঢালিউড থেকে টলিউড, সেখান থেকে বলিউডেও পৌঁছে গেছেন জয়া। বাংলাদেশেরই এই সময়ের সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রীও বলা হয় জয়া আহসানকে।
আরো পড়ুন:
‘নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না’
বুবলীর যে গুণে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলেন তাপস
গল্পনির্ভর সিনেমায় তিনি অসাধারণ আর বাণিজ্যিক সিনেমায় অনন্য। বিশেষত করে নারীকেন্দ্রিক সিনেমাগুলোতে নিজের অভিনয়সত্তাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন জয়। অভিনয়ের জন্য জয় অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মাননা এবং অগণিত দর্শকের ভালোবাসা।
জয়া আহসান বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বিপরীতে কড়ক সিং-এ অভিনয় করেছেন।
জয়া অভিনীত একক নাটক ও টেলিফিল্ম
১.তারপর ও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে(২০০৯)
২.গরম ভাত অথবা নিছক ভূতের গল্প(২০০৭)
৩.হাটকুঁড়া(২০০৬)
৪.তারপর পারুলের দিন(২০০৮)
৫.না কমলা না মেহেরজান(২০১২)
৬.ফেরার কোনো পথ নেই থাকে না কোন কালে(২০১০)
৭.অফবিট(২০০৫)
৮.পাঞ্জাবীওয়ালা(২০০৯)
৯.স্বপ্নসিঁড়ি(২০০৪)
১০.আমাদের গল্প(২০১২)
১১. সম্পর্কের দানা(২০০৯)
১২.লীলাবতী(২০০৬)
১৩.নো ম্যানস ল্যান্ড(২০০৬)
১৪.মায়েশা(২০০৯)
১৫.এ জার্নি বাই বোট(২০১০)
১৬.অবাক সন্দেশ(২০০৮)
১৭.বিকল পাখির গান(২০০৯)
১৮.জোৎস্না নদী ও রহিমের কিছু দৃশ্যকাব্য(২০১২)
জয়া অভিনীত ধারাবাহিক নাটক
১.এনেছি সূর্যের হাসি(২০০৫)
২.টু-লেট(২০০৮)
৩.শঙ্খবাস(২০০৭)
৪.চৈতা পাগল(২০১০)
৫.৬৯(২০০৫)
৬.সংশয়(২০০৩)
জয়া অভিনীত সিনেমা
১.গেরিলা(২০১১)
২.বিসর্জন(২০১৭)
৩.খাঁচা(২০১৭)
৪.ডুবসাঁতার(২০১০)
৫.ফিরে এসো বেহুলা(২০১২)
৬.বিজয়া(২০১৯)
৭.এক যে ছিল রাজা(২০১৮)
৮.জিরো ডিগ্রী(২০১৫)
৯.দেবী(২০১৮)
১০.ভালোবাসার শহর(২০১৭)
১১.আবর্ত(২০১৩)
১২.রাজকাহিনী(২০১৫)
১৩.বিনিসুতোয়(২০২১)
১৪.অর্ধাঙ্গিনী(২০২৩)
১৫.বিউটি সার্কাস(২০২২)
ঢাকা/লিপি