ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিহত ২
Published: 5th, July 2025 GMT
দীর্ঘ এক বছর পর সৌদি আরব থেকে রুবেলের মরদেহ দেশে আসার খবরে ফটিকছড়িতে মরদেহের জন্য অপেক্ষায় ছিলেন স্বজনরা। কিন্তু বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান রুবেলের ভাই বাবুল (৩২) এবং হাসপাতালে নেওয়ার পথে প্রতিবেশী ওসমান মিয়া (৪০)।
নিহতরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ মো.
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুবেলের মরদেহ শনিবার সৌদি আরব থেকে এক বছর পর ঢাকা বিমান বন্দরে পৌঁছায়। বিমান বন্দর থেকে মরদেহ গ্রহণ করে বাবুল ও ওসমান মিয়া বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে বিকেল ৫টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় পৌঁছালে লরির পেছনে ধাক্কা খায়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাবুল ও হাসপাতালে নেওয়ার পথে ওসমান মারা যান। এছাড়াও রশির মিয়া (৩০) গুরুতর আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন বলেন, দুর্ঘটনার পর লরি ও অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: দ র ঘটন ন হত দ ই দ র ঘটন মরদ হ
এছাড়াও পড়ুন:
কাজে ফিরছেন পপি, খুঁজছেন ভালো গল্প ও চরিত্র
দীর্ঘ বিরতির পর রূপালী পর্দায় ফিরতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সন্তান ও সংসার সামলে এখন আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেন, ‘‘চলচ্চিত্র থেকে সাময়িক বিরতিতে ছিলাম। এখন আবার কাজের কথা ভাবছি। সন্তান জন্মের পর একটু মুটিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা ঠিক আছি। যেহেতু দীর্ঘ একটা গ্যাপ হয়েছে, তাই যে কোনো কাজ দিয়ে ফিরতে চাই না। ভালো কিছু দিয়েই ফিরতে চাই।”
গত কয়েক বছর ধরেই পপি নিজেকে মিডিয়ার আলোচনার বাইরে রেখেছেন। এই সময় তিনি কাটিয়েছেন পুরোপুরি ব্যক্তিজীবনে মনোযোগ দিয়ে। পরিবার গড়ে তুলেছেন, মা হয়েছেন। এখন তার একমাত্র সন্তান আয়াত ধীরে ধীরে বড় হচ্ছে।
বর্তমানে পপি স্বামী ও সন্তান নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন। কিছুদিন আগে সেখানে অবকাশ যাপনের কথা নিজেই জানান।
এদিকে পপির অনুপস্থিতির কারণে আটকে আছে একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভালোবাসার প্রজাপতি’ (পরিচালক: রাজু আলীম), ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ (পরিচালক: আরিফুর জামান আরিফ)।
তবে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ (পরিচালক: সাদেক সিদ্দিকী) সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘিরে গুঞ্জন উঠলেও এখনো সিনেমাটি আলোর মুখ দেখেনি।
দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রীর প্রত্যাশা যতটা ধামাকা দিয়ে তিনি হারিয়েছিলেন, ততটাই শক্ত কাজ দিয়ে তিনি ফিরবেন। তাই কাজ বাছাইয়ে সময় নিচ্ছেন।
ঢাকা/রাহাত//