মারা গেছেন প্রথম এভারেস্ট বিজয়ী দলের শেষ সদস্য
Published: 16th, October 2025 GMT
প্রথম এভারেস্ট বিজয়ী দলের শেষ সদস্য কাঞ্চা শেরপা ৯২ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে কাঠমান্ডু জেলার কাপানে তার বাড়িতে কাঞ্চা মারা যান বলে জানিয়েছে নেপাল পর্বতারোহণ সমিতির সভাপতি ফুর গেলজে শেরপা।
ফুর গেলজে বলেছেন, “তিনি তার বাসভবনে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। পর্বতারোহণের ইতিহাসের একটি অধ্যায় তার সাথেই বিলীন হয়ে গেলো।”
সোমবার কাঞ্চা শেরপার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং তার শেরপা গাইড তেনজিং নোরগেকে ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু এভারেস্টের চূড়ায় ওঠা দলের ৩৫ সদস্যের মধ্যে কাঞ্চা ছিলেন। হিলারি এবং তেনজিংয়ের সাথে চূড়ায় পৌঁছানোর আগে এভারেস্টের শেষ ক্যাম্পে পৌঁছা তিনজন শেরপার একজন ছিলেন কাঞ্চা। তেনজিং ১৯৮৬ সালে মারা যান; হিলারি ২০০৮ সালে মারা যান।
১৯৩৩ সালে মাউন্ট এভারেস্টের প্রবেশদ্বার নামচে বাজারে জন্মগ্রহণকারী কাঞ্চা ১৯ বছর বয়সে পর্বতারোহণ শুরু করেন। তিনি ৫০ বছর বয়স পর্যন্ত পর্বত অভিযানের ক্ষেত্রে সক্রিয় ছিলেন।
২০২৪ সালের মার্চ মাসে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে, তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ভীড় এবং ময়লা-আবর্জনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেছিলেন, “পর্বতের জন্য পর্বতারোহীদের সংখ্যা কমানোই ভালো হবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প
বন্দরে ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় উল্লেখিত সংগঠনের কার্যালয়ে এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের সভাপতি হাজী ফারুকুল ইসলাম জানান, এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত নারী পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে পরে সংগঠনের নেতৃবৃন্দরা বেশ আনন্দিত।
আমাদের সংগঠনটি সমাজ সেবা মূলক সংগঠন। সমাজের অসহায় মানুষদের সেবা ও তাদের পাশে থাকা আমাদের মূল লক্ষ। আমরা ২ শতাধিক অসহায় নারী ও পুরুষদের ডায়াবেটিস, রক্ত গ্রুপ নির্নয়সহ বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেছি।
ওই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক কাজী তরিকুল ইসলাম তারেক, সহ সভাপতি সাগর, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ফরাজিকান্দা উত্তরপাড়া যুব সমাজ কল্যান সংঘের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কাজী সাঈদ, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জয় ও রকিবুল হাসান রকি, প্রচার সম্পাদক মুছা মিয়া, দপ্তর সম্পাদক কাজী মিতুল, সহ দপ্তর সম্পাদক আব্দুল আহাদ ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সভাপতি আলাউল খালিদ ও সাধারন সম্পাদক মেহেদী হাসান ইমন প্রমুখ।