Prothomalo:
2025-07-12@04:35:04 GMT

কী আছে ঈদের আলোচিত দুই নাটকে

Published: 6th, July 2025 GMT

‘মিথ্যা বলা মহাপাপ’—ছোটবেলা থেকেই এ নীতিবাক্য আমরা শুনে আসছি। অথচ জীবনের অনেক মোড়ে এসে দেখি, মিথ্যা নয়; বরং সত্যই মাঝেমধ্যে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আবার এমনও হয়, কাউকে কষ্ট না দিতে গিয়ে সত্য লুকিয়ে ফেলি। পরে সেই লুকানো সত্যই আমাদের ভেতরে অপরাধবোধ তৈরি করে। এ সত্য-মিথ্যার টানাপোড়েনের মধ্যেই সম্পর্ক তৈরি হয়, আবার ভেঙেও যায় অনেক সময়।

এ সত্য-মিথ্যার টানাপোড়েন, সম্পর্কের দ্বিধা ও ব্যক্তিগত সংকট নিয়ে নির্মিত হয়েছে দুটি নাটক—‘সত্য বলা মহাপাপ’ ও ‘ক্ষতিপূরণ’। বাংলাদেশি নাটকের গল্পে যখন গভীরতার ঘাটতির অভিযোগ, তখন এই দুই নাটক ব্যতিক্রমই বলতে হবে। গল্প, সংলাপ, নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে আমাদের জীবনের গভীর অথচ সাধারণ অনুভবগুলোকে নিখুঁতভাবে তুলে ধরেছে নাটক দুটি।

‘সত্য বলা মহাপাপ’ নাটকের পোস্টার। ইয়াশের ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জ্বালানি সুইচ বন্ধ হওয়ায় আহমেদাবাদে বিধ্বস্ত হয় বোয়িং ড্রিমলাইনারের ইঞ্জিন

ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আকাশে ওড়ার মাত্র তিন সেকেন্ডের মধ্যে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সরে যাওয়ায় দুটি ইঞ্জিনই শক্তি হারিয়ে ফেলে বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর-বিবিসি  

১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িংয়ের ওই ড্রিমলাইনার বিমনে বিধ্বস্তের ঘটনায় উড়োজাহাজের পাইলট-ক্রুসহ ২৪১ আরোহী নিহত হন। আর যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় তা স্থানীয় বিজে মেডিকেল কলেজের ছাত্রদের একটি হোস্টেল। ওই সময় হোস্টেলের ক্যান্টিনে অনেকে দুপুরের খাবার খাচ্ছিলেন। সমমিলিয়ে ওই দুর্ঘটনায় অন্তত ২৯৪ জনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ