রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী রোডে ছিনতাইকারীরা চালক মোহাম্মদ আলামিনকে (৩০ বছর) মারধর করে ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে অটোরিকশাটি ছিনতাই করা হয়।

গ্যারেজের মালিক মিজানুর রহমান বলেন, ‘‘আমার গ্যারেজ ১১/১ মগবাজারের মীরেরবাগের হাতিরঝিল এলাকায়। মোহাম্মদ আলামিন আমার অটোরিকিশার চালক। তার বাবা মৃত সওদাগার। গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।’’

তিনি জানান, শনিবার বিকেলে আলামিন অটোরিকশা নিয়ে বের হয়। মধ্যরাতে গ্যারেজ করার জন্য রিকশাটি নিয়ে মীরবাগ আসার পথে রমনার সিদ্ধেশ্বরী রোডে তিন-চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তাকে মারধর করে রাস্তা উপর ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আরো পড়ুন:

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, দগ্ধ ৩

বরগুনায় ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, নতুন শনাক্ত ৯৩

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ছিনতাইকারীরা রিকশা ছিনতাইয়ের সময় চালককে মারধর করেছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ঢাকা/বুলবুল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই

এছাড়াও পড়ুন:

বৃষ্টির দিনে মেকাপ করলে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

বৃষ্টির দিনে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীর থেকে ঘাম ঝরে। এই সময়ে মেকআপ সহজেই গলে যেতে পারে। সেজন্য বৃষ্টির দিনে মেকাপ করলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। 

এক. দিনের বেলায় বেশি ভারী মেকআপ ব্যবহার না করাই ভালো।

দুই. এমন মেকআপ সামগ্রী ব্যবহার করা উচিত যাতে ঘামের সমস্যা না হয়।

আরো পড়ুন:

বর্ষায় র‌্যাশের সমস্যা কমানোর ৫ টি উপায় 

বৃষ্টির দিনে প্রিয় খাবার খিচুড়ি, আর কী?

তিন. বৃষ্টির দিনে মুখের ত্বকের জন্য সবচেয়ে ভালো সানস্ক্রিন বেসড ক্রিম। 

চার. মেকআপ করার সময় প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না।এই সময় ওয়াটারপ্রুফ এবং ঘামরোধী প্রাইমার ব্যবহার করুন। দেখবেন যে, মেকআপ সহজে নষ্ট হবে না বা গলে যাবে না।

পাঁচ. কপাল থেকে নাক বরাবর অংশ অর্থাৎ ‍মুকের টি-জোন, থুতনি এবং গলায় অবশ্যই মেকআপের পর ফেস পাউডার মেখে নেবেন। 

উল্লেখ্য, বৃষ্টিতে ভিজে কাজল, আইলাইনার, মাসকারা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সেজন্য এই সময়ে ওয়াটারপ্রুফ প্রসাধনী দিয়ে চোখের মেকআপ করতে পারেন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ