রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী রোডে ছিনতাইকারীরা চালক মোহাম্মদ আলামিনকে (৩০ বছর) মারধর করে ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে অটোরিকশাটি ছিনতাই করা হয়।

গ্যারেজের মালিক মিজানুর রহমান বলেন, ‘‘আমার গ্যারেজ ১১/১ মগবাজারের মীরেরবাগের হাতিরঝিল এলাকায়। মোহাম্মদ আলামিন আমার অটোরিকিশার চালক। তার বাবা মৃত সওদাগার। গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।’’

তিনি জানান, শনিবার বিকেলে আলামিন অটোরিকশা নিয়ে বের হয়। মধ্যরাতে গ্যারেজ করার জন্য রিকশাটি নিয়ে মীরবাগ আসার পথে রমনার সিদ্ধেশ্বরী রোডে তিন-চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তাকে মারধর করে রাস্তা উপর ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আরো পড়ুন:

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, দগ্ধ ৩

বরগুনায় ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, নতুন শনাক্ত ৯৩

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ছিনতাইকারীরা রিকশা ছিনতাইয়ের সময় চালককে মারধর করেছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ঢাকা/বুলবুল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ